বরিশাল বাংলাদেশ

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এসআইয়ের বিরুদ্ধে বরিশালে মামলা

7 2310171044 2310170642
print news

বরিশাল অফিস : প্রবাসীর স্ত্রীকে একাধিক বার ধর্ষণের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি মামলাটি করেন প্রবাসীর স্ত্রী। ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন অভিযোগ আমলে নিয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন বলে বেঞ্চ সহকারী ও বাদীর আইনজীবী জানিয়েছেন। আইনজীবী আফজালুল করিম বলেন, আসামি মো. মিজানুর রহমান ফারুক (৫৪) ঢাকা মহানগর পুলিশের এসআই হিসেবে কর্মরত। তিনি বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের এ আর খান সড়কের বাসিন্দা। মামলার নথির বরাতে ওই আদালতের বেঞ্চ সহকারী হুমায়ন কবির বলেন, “মালয়েশিয়া প্রবাসীর বন্ধু এসআই ফারুক। নগরীর এআর খান সড়কে ফারুকের ৯ শতাংশ জমি কিনতে তাকে ৪৫ লাখ টাকা দেন প্রবাসীর স্ত্রী। কিন্তু জমির দলিল না দিয়ে টালবাহানা শুরু করেন ফারুক। এছাড়া বিভিন্ন সময় ওই নারীকে কুপ্রস্তাবও দেন। নালিশিতে আরও বলা হয়, ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি প্রবাসীর স্ত্রী নগরীর এ আর খান সড়কে তার ভাইয়ের নির্মাণাধীন ভবনে যান। এ সময় এসআই ফারুক সেখানে গিয়ে তাকে জোর করে ধর্ষণ করেন। এতে জ্ঞান হারালে ওই নারীর নগ্ন ছবি ও ভিডিও ধারণ করেন ফারুক। পরে সেগুলো স্বামী ও স্বজনদের কাছে পাঠানো ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ২০২৩ সালের ৭ অগাস্ট পর্যন্ত বিভিন্ন সময় তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনারের (প্রোটেকশন বিভাগ) কাছেও লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন বলে নালিশিতে উল্লেখ করেন এক সন্তানের জননী ওই প্রবাসীর স্ত্রী।

 

* দেশ  বিদেশের  সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *