বরিশাল বাংলাদেশ

বাউফলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের অপরাধে তিন জেলে গ্রেপ্তার

fa1f7f8e52e7fa2e2e6475dac7638280 61cb01216aa63
print news

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর বাউফল উপজেলা-সংলগ্ন তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারের অপরাধে তিনজন জেলেকে আটক করেছে কালাইয়া নৌ পুলিশ। মঙ্গলবার ভোরে পুলিশরে অভিযানে তাদের আটক করা হয়। আটক জেলেরা হলেন, উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের রাসেল সিকদার (৪৫), ফারুক সিকদারের ছেলে হেমায়তে সিকদার (৩৫), হানিফ আকনের ছেলে ইমাম হোসেন(৩০) কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, মঙ্গলবার রাত থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত তেঁতুলিয়া নদীর
বিভিন্ন পয়েন্ট অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম তালুকদার বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য ১২ অক্টোবর মধ্য রাত থেকে ২ নভেম্বর মধ্য রাত পর্যন্ত ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ থাকবে। এ সময় ইলিশ ধরা, বিক্রি, মজুদ, বাজারজাত ও পরিবহন সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

* দেশ  বিদেশের  সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *