বরিশাল বাংলাদেশ

নলছিটিতে শেখ রাসেল দিবস পালিত 

20231018 103929 scaled
print news
মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি : নলছিটিতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে শেখ রাসেল দিবস-২০২৩।দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন শোভাযাত্রা,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে।১৮ অক্টোবর বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
20231018 124520 scaled
সকাল সারে ১০টায় পরিষদের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এসময় বিটিভিতে ঢাকা থেকে সরাসরি প্রচারিত শেখ রাসেল দিবসের অনুষ্ঠান মালা ডিজিটাল ডিভাইসে প্রদর্শণ করা হয়। উপজেলা নির্বার্হী অফিসার মোঃ নজরুল ইসলাম’র সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান। উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, নলছিটি থানার অফিসার ইনচার্জ মু.আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাক্তার শিউলি পারভীন, মোল্লারহাট ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান সেন্টু,যুব উন্নয়ন অফিসার মোহম্মদ মাহমুদ আলম জোমদ্দার, প্রকল্প বাস্তবায়ন অফিসার বিজনকৃষ্ণ খরাতিসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল দিবস পালিত হয়েছে বলে জানাগেছে।
Screenshot 20231018 134549 Google

নলছিটিতে অবাধে চলছে হচ্ছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ

নলছিটিতে অবাধে চলছে সরকার নিষিদ্ধ অবৈধ পলিথিন ব্যাগ।পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ব্যাগ সরকারি ভাবে ব্যবহার নিষিদ্ধ করা হলেও ছোট-বড়ো সব ধরনের ব্যবসায়ীরাই ব্যবহার করছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ। উপজেলার প্রতিটি বাজারের দোকানীরা ক্রেতা সল্প মূল্যের
পন্য কিনলেও ধরিয়ে দিচ্ছেন একটি নিষিদ্ধ পলিথিনের ব্যাগ। পরিবেশের জন্য ক্ষতিকর এই পলিথিন ব্যাগ শহর-গ্রামের যত্রতত্র ফেলার ফলে জলাবদ্ধতা সৃষ্টি ও পয়ঃনিস্কাষনে বাধার সৃষ্টি করছে। এই পলিথিন পচনশীল না হওয়ায় কৃষি জমিতে ফেলার পর জমির উৎপাদন ক্ষমতা কমে যায়। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সরকার ২০০২ সালে পলিথিন ব্যাগের উৎপাদন,বিপপন,মজুদ ও পরিবহন নিষিদ্ধ করে একটি আইন প্রণয়ন করেন। কিন্তু একদল অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় নিষিদ্ধ পলিথিন ব্যাগ বাজারে সরবরাহ করছে। ফলে পরিবেশে মারাত্নক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। লছিটির মাছ বাজার, সবজি বাজার,মুদি দোকান,মিষ্টির দোকান থেকে শুরু করে প্রতিটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে ব্যবহার হচ্ছে পলিথিনের ব্যাগ। রাগঢাক ছাড়াই বিভিন্ন সাইজের পলিথিনের ব্যাগ অবাধে ব্যবহার হচ্ছে। সরকারিভাবে পলিথিন নিষিদ্ধ হলেও তা কেউ আমলে নিচ্ছে না।  স্থানীয় বাসিন্দা তাইফুর রহমান জানান, পৌর এলাকার বিভিন্ন সড়কে একটু বৃষ্টি হলেই পানি জমে যাওয়ার কারণ হলো পাশেই যে ড্রেনেজ সিষ্টেম রয়েছে তার ভিতর পলিথিনের বিভিন্ন আকারের ব্যাগ আটকে আছে যার কারনে পানি ড্রেনে যাচ্ছে না। পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহার করা উচিত। এতে পরিবেশও ভালো থাকবে আমরাও ঝামেলা থেকে মুক্তি পাবো।
ব্যবসায়ী নুর ইসলাম জানান,ক্রেতা সাথে করে বাজারের ব্যাগ নিয়ে না আসায় আমাদেরকেই ব্যাগ দিতে হয় এক্ষেত্রে দামে সস্তা হওয়ায় পলিথিনের ব্যাগ ব্যবহার করি। প্রতিদিন শতশত ক্রেতা আসেন যাদের বেশিরভাগ ব্যাগ ছাড়াই আসেন তাই ব্যয়ের কথা চিন্তা করে তাদের অন্য কোন ব্যাগ দেয়া যায় না। তবে এটা সত্য যে পলি দিয়ে তৈরি যে কোন পন্যই পরিবেশের জন্য ক্ষতিকর। জেনেশুনেই বিক্রেতা দিচ্ছে আর ক্রেতাও কোন কিছু চিন্তা না করেই সেই ব্যাগেই নিয়ে যাচ্ছেন। এর বিকল্প পাটের ব্যাগ ব্যবহার করা যায় তবে পলিথিন ব্যাগ যতটা সহজলভ্য পাটের ব্যাগ ততটা সহজলভ্য নয় আবার দামেও একটু বেশি । তাই কেউ পাটের ব্যাগ ব্যবহারে আগ্রহ দেখাচ্ছে না।
বিডি ক্লিন সদস্য নাইম মল্লিক বলেন, আমরা বিডি ক্লিন সদস্যরা পরিস্কার করার উদ্দেশ্যে কোথাও গেলে যেখানে অধিকাংশ পাওয়া যায় পরিত্যক্ত পলিথিন ব্যাগ যা সহজে পঁচে মাটিতে মিশে যাওয়ার কোন সম্ভাবনাই নাই। এর বিরুপ প্রভাব পড়ছে আমাদের নগর জীবনে ও কৃষিখাতে। পলিথিন নিষিদ্ধ হওয়ার পরও কারা কালোবাজারে এই ব্যাগ উৎপাদন ও বিপপন করছে তা সরকারের আরও কঠোরভাবে নজরদারি করতে হবে। তূনমুল পর্যায়ে অভিযান চালিয়ে এর ব্যবহারে মানুষকে নিরুৎসাহিত করতে হবে। পলিথিন ব্যাগের ব্যবহারের পরিবেশের যে ক্ষতি হয় সে সম্পর্কে আরও প্রচারণা করতে হবে পাশাপাশি পাটের তৈরি ব্যাগ ব্যবহারের সুবিধাসমূহের প্রচারণা বৃদ্ধি করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো.নজরুল ইসলাম বলেন, পলিথিনের ব্যাগ ব্যবহারে সাধারনকে নিরুৎসাহিত করতে প্রচারণা বৃদ্ধি করা হবে। আর যারা পলিথিন ব্যাগ উৎপাদন ও বিপপনের সাথে জরিত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

* দেশ  বিদেশের  সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *