চট্টগ্রাম বাংলাদেশ

বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে ঈদগাঁওতে মানববন্ধন 

received 1372846756921039
print news
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি :
ঈদগাঁওতে ফিলিস্তিনের নাগরিকদের উপর বর্বরোচিত গণহত্যা ও মানবতাবিরোধী নৃশংতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাজারের শাপলা চত্বরে সম্মিলিত নাগরিক কমিটির ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।যুদ্ধ নয় শান্তি চাই, অবিলম্বে ইসরায়েলী গণহত্যা ও বর্বরোচিত হামলা বন্ধ করার দাবীতে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে ঈদগাঁও উপজেলার সাধারণ মানুষ ব্যানার,ফেস্টুন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে কর্ম সূচিতে অংশগ্রহণ করেন।ইসরায়েলী গণহত্যার শিকার ফিলিস্তিনের নিরীহ মানুষের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন কর্ম সূচিতে একাত্মতা প্রকাশ করেন ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ, ঈদগাঁও বাজার টেইলার্স মালিক সমিতি ও জাগির পাড়া যুব সোসাইটিসহ একাধিক সামাজিক ও ব্যবসায়ী সংগঠন। সাকলাইন মোশতাকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সম্মিলিত নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক কাফি আনোয়ার ও ঈদগাঁও ইউনিয়ন আ’লীগ সভাপতি তারেক আজিজ।বক্তারা অবিলম্বে গাজায় ইসরায়েলী আগ্রাসন বন্ধ করে ফিলিস্তিনি নাগরিকদের মানবাধিকার ফিরিয়ে দেয়ার আহবান জানান। তারা বলেন, আমেরিকার ইন্ধনে ঈহুদীবাদি ইসরায়েলী সরকার গত অর্ধশতাব্দী ধরে ফিলিস্তিনের এ আরব উপদ্বীপে নিজ ঘরে পর বাসী করে রেখেছে। অবরুদ্ধ গাজাবাসীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। ইসরায়েল নির্বিচারে গণহত্যা চালিয়ে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার ঘৃণ্য ও জঘন্য রক্তখেলায় মেতে উঠেছে। বিশ্বের দেশে দেশে শান্তিকামী ও মানবতাবাদি সাধারণ মানুষ নিপীড়িত ফিলিস্তিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। সংহতি প্রকাশ করছে। বিশ্ব জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েল সরকার গণহত্যার নেশায় হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। অচিরেই এর পরিণাম ইসরায়েল কে ভোগ করতে হবে বলে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন।

* দেশ  বিদেশের  সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *