চট্টগ্রাম বাংলাদেশ

বান্দরবানে দায়ের আঘাতে বৃদ্ধ খুন, জনতার হাতে ঘাতক আটক

IMG 20231017 195032
print news

মোঃ সালাহউদ্দিন টিটো: বান্দরবানের নাইক্ষ‍্যংছড়িতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দায়ের কোপে ঘটনাস্থলেই ফরিদুল আলম (৭০) নামে এক কৃষক নিহত হয়েছে। মঙ্গলবার (‌১৭ অক্টোবর) দুপুর ২টায় উপজেলার দোছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছাগল খাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কৃষখ স্থানীয় ছাগল খাইয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে বলে জানা যায়।স্থানীয় সূত্র জানা গেছে, মোহাম্মদ আলমের গোদাম ঘরের ১টি দেয়ালের মাটি ছাগলে নষ্ট করা নিয়ে সৃষ্ট ঘটনায় মোহাম্মদ আলম-ফরিদুল আলমের সাথে ঝগড়া শুরু হয় । এসময় মোহাম্মদ আলম দায়ের বিপরীত দিক দিয়ে আঘাত করলে কৃষক ফরিদুল আলম ঘটনাস্থলেই নিহত হয়।এর আগেও মোহাম্মদ আলম-ফরিদুল আলমের পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত চারদিন আগে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধান করে দেওেয়া হলেও দুপুরে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।দৌছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. ইমরান জানান, পালানোর সময় হামলাকারী মো. আলমকে স্থানীয় লোকজন আটক করে। পরে নাইক্ষ‍্যংছড়ি থানা পুলিশের হাতে তুলো দেয়। এ ঘটনায় নিহত ফরিদ আলমের স্ত্রী ফাতেমা বেগমের হাতে দায়ের কোপ লাগে। বর্তমানে সে মুমূর্ষ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছে।নাইক্ষ‍্যংছড়ি থানার ওসি টান্টু সাহার জানান, পরিস্থিত স্বাভাবিক করতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় লাশ ময়নাতদন্তের জন্যে কক্সবাজারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

* দেশ  বিদেশের  সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *