কমানো হয়েছে প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট ফি


জাহিদ হোসেন জনি, কুয়েত প্রতিনিধি : বিশ্বের ১৭৪টি দেশে প্রায় দেড় কোটি প্রবাসী বিভিন্ন পেশায় কর্মরত রয়েছে। সরকার ধাপে ধাপে বিভিন্ন দেশে চালু করতেছে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম।তারেই অংশ হিসেব চলতি বছরের জুন মাসে কুয়েতে শুরু হয় ই-পাসপোর্ট সেবা। ছাত্র এবং সাধারণ শ্রমিকদের ১০ বছর মেয়াদী ই -পাসপোর্ট ১৫.৫০০ কুয়েতি দিনার প্রদান করতে হলেও ড্রাইভার, ক্লিনার,পেইন্টার, সহ অন্যান্য শ্রমিক পেশার প্রবাসীদের ক্ষেত্রে ১০ মেয়াদী ই-পাসপোর্ট করতে ফি দিতে হতো ৩৮.৫০০ কুয়েতি দিনার। কুয়েত সহ অন্যান্য দেশের প্রবাসীদের দাবী ও দূতাবাসে প্রচেষ্টাতে ১৭ অক্টোবর থেকে সেই ফি কমিয়ে ১৫.০০ কুয়েতি দিনার কার্যকর করা হয়েছে। বুধবার ১৮ অক্টোবর কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মাদ আসিকুজ্জামান এতথ্য নিশ্চিত করেন ।রাষ্ট্রদূত বলেন আমরা নিজেরাই উদ্যোগী হয়ে ড্রাইভার, ক্লিনার,পেইন্টার সহ অন্যান্য শ্রমিক পেশায় কর্মরত প্রবাসীদের ই-পাসপোর্ট ফি কমাতে অনুরোধ করি। প্রবাস বান্ধব সরকার এতে রাজি হয়েছে কমানো হয়েছে ই-পাসপোর্ট ফি এবং গতকাল থেকে সেটা কার্যকর হয়েছে।প্রবাসীদের পূর্বের এমআরপি পাসপোর্টের সাথে জন্মনিবন্ধন অথবা ভোটার আইডি তথ্য সঠিক থাকলে ১ মাসে ই- পাসপোর্ট পেয়ে যান প্রবাসীরা। ই- পাসপোর্টের ফি কমানোয় এবং ১ মাসের পাসপোর্ট পেয়ে খুশি কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানান দূতাবাস ও বাংলাদেশ সরকারের প্রতি। তবে বেশির ভাগ প্রবাসীই ভোটার আইডি বা জন্মনিবন্ধন না থাকায় ই পাসপোর্ট সুবিধা গ্রহন করতে পারছে না এজন্য তারা এমআরপি পাসপোর্ট এর তথ্য দিয়ে যাতে ই পাসপোর্ট করা যায় সেই দাবী জানিয়েছেন, পাশাপাশি অনেকেরই এমআরপি পাসপোর্ট ও ভোরট আইডি কার্ড এর তথ্যের কিছু অমিল থাকায় তারাও ই পাসপোর্ট সেবা গ্ররহ করতে পারতেছেনা, জানাজায় আগামী ২০২৫ সালের মধ্যে প্রবাসে ও এমআরপি পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ হয়ে যাবে।