প্রযুক্তি

সফল কন্টেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল রিয়াদ

891
print news

ইত্তেহাদ অনলাইন ডেস্ক : কক্সবাজারের, চকরিয়ার এক অজপরা গা থেকে উঠে এসে সফল কনটেন্ট ক্রিয়েটর রিয়াদ সব বয়সী মানুষের মাঝেই রসবোধ আছে। সেই সঙ্গে আছে বিনোদিত মন। সব মানুষই হাস্যরসাত্মক শিল্প উপভোগ করতে পছন্দ করেন। বিনোদন শিল্প গড়ে ওঠার সঙ্গে সঙ্গে আধুনিক পদ্ধতি ত্বরান্বিত হয়েছে। সেই আধুনিকায়ন এখন সামাজিক যোগাযোগমাধ্যম। বিনোদনের সাথে শিক্ষা ও সমাজ সচেতন মূলক কন্টেন্ট নির্মাণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন Rk BoyS পেইজের মালিক আব্দুল্লাহ আল রিয়াদ। ফেসবুক, ইউটিউব এবং টিকটক মিলিয়ে যার ফলোয়ার সংখ্যা এখন ১ মিলিয়নের ও বেশি। প্রথমে সে একাই শুরু করলেও, পরবর্তীতে তার কাছের বন্ধু বান্ধব কে নিয়ে একটা টিম তৈরি করে কন্টেন নির্মাণ শুরু করে মুগ্ধ করেন সোশ্যাল মিডিয়ায় বিচরণকারী মানুষদের। হয়ে ওঠেন সফল কন্টেন্ট নির্মাতা। ২০১৯ সালে কনটেন্ট নির্মাণ শুরু করা আব্দুল্লাহ আল রিয়াদ সময়ের ব্যবধানে এখন আলোচিত । শুরুর দিকে পেরোতে হয়েছে নানা প্রতিবন্ধকতা। রিয়াদ বলেন, একটা সময় ছিল, যখন রাস্তাঘাটে বের হলে, নিজের এলাকার লোকজন এবং বন্ধু-বান্ধব বলতো আমি নাকি পাগলামি করতেছি, আমাকে দিয়ে কিছুই হবে না, এসময়ে তারাই দেখা হলে বলে, আপনার সব ভিডিও দেখি আপনার সব ভিডিও আমার অনেক ভালো লাগে, সেই দিনের পাগলামি করা ছেলেটাকে দেখতে আজ দূর দূরান্ত থেকে লোক আসে, আর আমি কনটেন্ট বানিয়ে আমি শুধু বিনোদনই দিচ্ছি না। মোটা অঙ্কের অর্থও আয় করছি।’ আমার নিজের সাথে সাথে আমার টিমের প্রত্যেকটা সদস্য কেউ স্বাবলম্বী করতেছি । রিয়াদ প্রথম তিন বছর শুধুমাত্র ইউটিউবে কন্টেন্ট বানালেও তেমন কোনো সফলতার দেখা পায়নি, পরবর্তীতে ফেসবুকের জন্য কনটেন্ট বানানো শুরু করে, ফেসবুক কন্টেনই রিয়াদের জীবন পাল্টে দিল, ” ২০৫০ সালে বাংলাদেশের পরিস্থিতি নামক এক ভিডিও ” সহ বেশ কিছু কনটেন্ট তাকে পৌঁছে দেয় সাফল্যের চূড়ায়। সফল এ তরুণের মনেও আছে চাপা কষ্ট। আছে আফসোসের দীর্ঘশ্বাস। শুরুতে রিয়াদের কোনো ভালো মোবাইল ছিল না, পরিবারের আর্থিক অবস্থা ও খারাপ ছিল , তবে তার কিছু শিক্ষক তাকে প্রচন্ড পরিমাণ সাপোর্ট করতো তাদের মোবাইল দিয়েই প্রথমে কনটেন্ট বানানো শুরু করে, রিয়াদের কনটেন্ট নির্মাণের শুরুতে ছিল যাদের অবদান, তারা হলো তার পরিবার এবং গীতিকার কবি আব্দুল মান্নান, ফারুক মহীম, শিল্পী মিনহাজ উদ্দিন সহ তার টিমের সকল সদস্য।

 

* দেশ  বিদেশের  সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *