চট্টগ্রাম বাংলাদেশ

কক্সবাজারে অস্ত্র-গুলি সহ রোহিঙ্গা নারী আটক

images 5
print news

মোঃ সালাহউদ্দিন টিটো:  কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের সাথে সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির পর দেশিয় তৈরি চারটি বন্দুক ও পাঁচটি গুলিসহ এক নারীকে আটক করা হয়েছে।রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এর অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল জানান, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে এ অভিযান চালানো হয়েছে।আটক নারী ইয়াছমিন আরা (২৭) উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা আনসার উল্লাহ’র স্ত্রী।মোহাম্মদ ইকবাল বলেন, বৃহস্পতিবার বিকালে উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের জনৈক ব্যক্তির বসত ঘরে অস্ত্র মজুদ ও কতিপয় দুর্বৃত্তরা অপরাধ সংঘটনের উদ্দ্যেশে অবস্থান করছে খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেললে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে দুর্বৃত্তরা পার্শ্ববর্তী একটি পাহাড়ের উপরে অবস্থান নিয়ে এপিবিএন সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরা পাল্টা গুলি ছুঁড়ে। গোলাগুলির এক পর্যায়ে দুর্বৃত্তরা পিছু হটে পালিয়ে যায়। “এডিআইজি বলেন, “গোলাগুলি থেমে যাওয়ার পর সন্দেহজনক বসত ঘরটিতে তল্লাশি চালিয়ে দেশিয় তৈরি ৪টি বন্দুক ও ৫টি গুলি পাওয়া যায়। এসময় ঘরটিতে অবস্থানকারি এক নারীকে আটক করা হয়। “আটক নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান মোহাম্মদ ইকবাল।

* দেশ  বিদেশের  সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

 

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *