ফিচার

ঝিনাইদহের বিখ্যাত এক টাকার সিঙ্গারা

image 250675 1697791
print news

মোঃ আব্দুল্লাহ আল মারুফ,ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামের মোশাররফ হোসেন প্রায় ৩৫ বছর ধরে ১ টাকায় সিঙ্গারা বিক্রি করছেন। তার সিঙ্গারা দাম কম ও সুস্বাদু হওয়ার ফলে জেলার সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দূর-দূরান্ত থেকে অনেকে ছুটে আসেন এই সিঙ্গারা খেতে। নিজে পড়া লেখা না জানলেও এই সিঙ্গারা বিক্রি করে দুই ছেলে ও মেয়েকে শিক্ষিত করেছেন মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন জানান, রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সাপ্তাহিক হাট বসে এ বাজারে। প্রতিদিন ১৮শ থেকে ২ হাজার সিঙ্গাড়া বিক্রি হয়। শুরুতে তিনি ৫০ পয়সায় সিঙ্গারা বিক্রি করতেন। কয়েক বছর ধরে ১ টাকায় সিঙ্গারা বিক্রি করেন। মোশাররফ জানান, জিনিসপত্রের দাম বাড়ায় এখন কম হচ্ছে লাভ। প্রতিদিন তার দোকানে যা বিক্রি হয় তা দিয়েই চলে তার সংসার। দাম কম হলেও বিক্রি বেশি হওয়ায় পুষিয়ে যায় তার। ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, দ্রব্যমুল্যে এই উর্দ্ধগতির বাজারে এখনও ১ টাকায় পাওয়া যায় শিঙ্গারা। অবিশ্বাস্য ব্যাপার। দাম ১ টাকা হলেও আকারে নেহাত ছোট নয়। খেতেও বেশ সুস্বাদু। কয়েক জন ক্রেতা বলেন, দাম ১ টাকা হলেও এ সিঙ্গারা খেতে সুস্বাদু এবং কোনো ধরনের ভেজাল থাকে না। কম দামে মচমচে সুস্বাদু এই সিঙ্গারা বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এসে পরিবার-পরিজনের জন্য কিনে নিয়ে যান।

২৫ বছর ধরে ১ টাকার সিঙ্গারা বিক্রির অভিজ্ঞতার বিষয়ে মোশাররফ হোসেন বলেন, সময়ের সঙ্গে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। কিন্তু আমার সিঙ্গারার দাম আমি বাড়াইনি। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন ত্রিবেণী হাটে ১ টাকার সিঙ্গারা পাওয়া যাবে। এটা আমার রক্তের সঙ্গে মিশে গেছে।

 

* দেশ  বিদেশের  সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *