বঙ্গের প্রতি : নাজিমুল হক


বঙ্গের প্রতি
নাজিমুল হক
বঙ্গের আলো বাতাস ছায়া-জলে
আমি জন্মেছি বলে,
কভু করেনিতো হেলা
দেয় নিতো জলে ঠেলে।
আজো পারিনিতো দিতে তার ঋণ
যা সে দিয়েছে মোরে।
আমায় সে করেছে লালন
আপন বায়ু, জলে।
শিখিয়েছে ভাষা মোরে, বিনা বিনিময়ে
দিয়েছে শিক্ষা এক, গ্রাম্য বিদ্যালয়ে।
শ্রেষ্ঠ করেছে সে শিক্ষা মোরে
বিশ্ব মানবতার তরে,
ধরনী মাঝে আজ ঘুরে বেড়াই
তবু মনে পড়ে তারে।
নাজিমুল হক( সিন্দুরপুর, ফেনী)
ফেনী সরকারী কলেজ, বাংলা বিভাগ।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।