ঢাকা বাংলাদেশ

টঙ্গীতে বিএনপি নেতার বাড়ি ঘেরাও করে ৪০ নেতাকর্মী আটক

7b4185894342d06e2702b48c4a5eb23c
print news

গাজীপুর প্রতিনিধি : ঢাকায় ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে গাজীপুরের টঙ্গীতে প্রস্তুতি সভা থেকে দলের ৪০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকালে টঙ্গীর কলেজগেট এলাকায় শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন সরকারের বাসা থেকে তাদের আটক করা হয়।বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৮ অক্টোবর ঢাকায় দলের মহাসমাবেশ ঘিরে টঙ্গীর কলেজগেট এলাকায় নিজ বাড়িতে প্রস্তুতি সভার আয়োজন করেন শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন সরকার। সেখানে বিকাল থেকেই উপস্থিত হন মহানগর বিএনপির নেতাকর্মীরা। সভা চলাকালে তার বাড়ি ঘিরে অবস্থান নেয় টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ। কিছুক্ষণ পরই ৪০ নেতাকর্মীকে আটক করা হয়।কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি সালাউদ্দিন সরকার বলেন, ‘সভাস্থল থেকে আমাদের ৪০ নেতাকর্মীকে ধরে নিয়ে গেছে পুলিশ। এর মধ্যে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি শরাফত হোসেনও রয়েছেন।’তিনি বলেন, ‘ঢাকায় মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীদের সঙ্গে ঘরোয়া আলোচনা করছিলাম। এ সময় বাড়ি ঘেরাও করে নেতাকর্মীদের আটক করে পুলিশ। আমাকে গাড়িতে উঠানো হলেও অসুস্থতার কারণে পরে রেখে যায়।’এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ও‌সি মোস্তা‌ফিজুর রহমান বলেন, ‘কতজন‌কে আটক করা হ‌য়ে‌ছে, তা এখন নিশ্চিত করে বলতে পারছি না। বিশৃঙ্খলার আশঙ্কা থেকে তাদের আটক করা হয়েছে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *