রাজনীতি

বরিশালে পথে পথে বিএনপির নেতাকের্মীকে তল্লাশি

barisal
print news

বরিশাল প্রতিনিধি : বরিশালে বিএনপির দুই নেতাকের্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ অক্টোর) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন মহানগর জামায়াত নেতা নগরীর ইসলামপাড়া সড়ক এলাকার আশ্রাফ আলীর ছেলে এহছান আলী এবং জাগুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল হোসেন।এদিকে ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ। সমাবেশে যোগ দিতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বরিশাল ছাড়তে শুরু করেছে। তবে বেশিরভাগ নেতাকর্মী দুদিন আগেই ঢাকায় পৌঁছে গেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।তাদের দাবি আইন-শৃঙ্খলা বাহিনীর হয়রানি এবং গ্রেপ্তার এড়াতেই নেতাকর্মীরা আগে ভাগে ঢাকায় পৌঁছেছে। তবে পথে পথে নেতা-কর্মীদের তল্লাশি এবং গ্রেপ্তারের অভিযোগ নেতাদের। এরই মধ্যে জামায়াত এবং বিএনপির দুই নেতাকে গ্রেপ্তারের দাবি করেছেন তারা।কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৪ থেকে ১৫ সালে নাশকতার মামলায় ওয়ারেন্ট আসামি জামায়াত নেতা এনছান আলী। এছাড়া জাগুয়ায় জুয়ার আসর থেকে বিএনপি নেতা জামাল হোসেনকে আটক করা হয়েছে। রাজনৈতিক হয়রানি বা অন্য কোনো কারণে তাদের গ্রেপ্তার করা হয়নি।বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন বলেন, কী পরিমাণ নেতাকর্মী নিয়ে ঢাকায় যেতে হবে তেমন নির্দেশনা আমরা পাইনি। তবে আমরা ধরে নিয়েছি দক্ষিণ জেলা থেকে অন্তত দুই হাজার নেতাকর্মী মহাসমাবেশে অংশগ্রহণ করবে। যারা সমাবেশে অংশগ্রহণ করবে তারা সমাবেশের দুদিন আগেই ঢাকায় পৌঁছে গেছে। আমরা যারা জ্যেষ্ঠ নেতা আছি তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছি। সমাবেশ সফল করতে আমরাও কিছুটা কৌশলী হয়েছি। মহাসমাবেশের দুদিন আগেই ঢাকায় অবস্থান সেই কৌশলের একটি অংশ। তবে এর পরও নেতাকর্মীরা প্রশাসনিক হয়রানি এবং গ্রেপ্তার থেকে রক্ষা পাচ্ছে না।দক্ষিণ জেলা বিএনপির এই নেতা দাবি করেন, ঢাকায় যাওয়ার পথে বৃহস্পতিবার বিকেলে জাগুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল হোসেনকে পুলিশ পরিচয়ে গ্রেপ্তার করা হয়েছে।অপরদিকে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, সরকার যা করছে তাতে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক, ভয় আছে। এজন্য তারা আগেভাগেই কেউ গাড়িতে, কেউ লঞ্চযোগে ঢাকায় পৌঁছে গেছে। আমরা বেশিরভাগ নেতাকর্মী ঢাকায় অবস্থান করছি। সরকার এবং প্রশাসনের হয়রানি থেকে রক্ষা পেতেই আগেভাগে ঢাকায় অবস্থান নেওেয়া।তবে এখন পর্যন্ত মহানগরের কোন নেতাকর্মী গ্রেপ্তারের খবর নেই বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *