সাহিত্য

 সেদিনের সন্ধা : নাজিমুল হক

14692715267 7ab73652ac b
print news

 সেদিনের সন্ধা
নাজিমুল হক
মনে কি পড়ে তোমার,সেদিনের সন্ধাটা?
কান্না জড়িত কণ্ঠে বলেছিলে আমায়,বিদায়ের কথা।
নিত্যদিনের ভালবাসায়, ছিল যত অভিমান
সেদিনের সন্ধা বেলা,ছিন্ন করেছিলে ভালবাসার জাল।
প্রতিদিনি শাড়ী পড়ে আসতে তুমি,কৃষ্ণচূড়ার তলে
সাঁঝের বেলায় অপলকে, তোমায় দেখবো বলে।
হঠাৎ করেই ডাক পড়েছে,সম্পর্কচ্ছেদের
স্ব-জোরে নিঃশ্বাস আর অশ্রু ঝরছিল চোখে দু’জনের।
রক্তিম লালিমায় ঘিরেছিল,চক্ষু উভয়ের
শেষ বারের মত বুকে জড়িয়ে, লেপ্টে ছিলাম দু’জনে।
আজো কি মনে পড়ে তোমার,সেদিনের সন্ধা’টা?
শেষ বার বুকে নিয়ে বলেছিলে, আর হবে না দেখা এ কথা।

             নাজিমুল ফেনী (সিন্দুরপুর, ফেনী)
ফেনী সরকারী কলেজ, বাংলা বিভাগ

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *