আন্তর্জাতিক সংবাদ

গাজার খান ইউনুসে ইসরাইলি হামলা, সাংবাদিকসহ নিহত ১৫

image 733487 1698397804
print news

ইত্তেহাদ অনলাইন ডেস্ক :  দক্ষিণ গাজার খান ইউনুস শহরে ইসরাইল হামলা চালিয়েছে। এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। খান ইউনুসের বেশ কয়েকটি বাড়িতে ভোরের আগে হামলায় একজন সাংবাদিক এবং তার মা নিহত হয়েছেন। শুক্রবার ইসরাইলের হামলায় গাজাজুড়ে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে অন্তত ৪০ জন। খবর আলজাজিরার। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, শুক্রবার ভোরের আগে দক্ষিণ গাজায় ইসরাইলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় নিহত ১০ জনের মধ্যে সাংবাদিক ইয়াসির আবু নামাস এবং তার মা ছিলেন। খান ইউনুসের পশ্চিমে অবস্থিত তাদের বাড়িতে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে নামাস এবং তার মা নিহত হন। তার মৃত্যুতে ৭ অক্টোবর থেকে গাজায় নিহত গণমাধ্যমকর্মীদের সংখ্যা ২৩ জনে পৌঁছেছে। খান ইউনুসের পূর্বে মাআন এলাকায় আবু শাহমা পরিবার কমপ্লেক্সে ইসরাইল পৃথক হামলা চালালে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। এদিকে ইসরাইলি যুদ্ধবিমানগুলো খান ইউনুসের পশ্চিমে আল-মাশরাউ রোড বরাবর আলমি পরিবার কমপ্লেক্সেও বোমাবর্ষণ করেছে। এ ঘটনায় দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। চতুর্থ বিমান হামলাটি হয়েছে খান ইউনুসের পশ্চিমে আল-আমালপাড়ায় ওল্ড ক্রিসেন্ট স্ট্রিটের পাশে। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *