ঢাকা বাংলাদেশ

গাজীপুরে বিএনপির নেতাকর্মীদের চাপে ভরে গেছে হাজতখানা!

arrest criminal
print news

গাজীপুর প্রতিনিধি : বিএনপির মহাসমাবেশ সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে গোপনে প্রস্তুতিসভা থেকে গাজীপুর মহানগর তৃণমূল পর্যায়ের ৫৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রাতেই তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। থানার হাজতখানায় স্থান সংকুলান না হওয়ায় টঙ্গী পশ্চিম থানা ও গাছা থানায় নেতাকর্মীদের স্থানান্তর করা হয়।বৃহস্পতিবার রাত ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান।পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে টঙ্গীর দত্তপাড়া এলাকায় শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকারের বাসায় মহাসমাবেশ কেন্দ্র করে গোপন বৈঠক থেকে বিএনপি নেতাকে আটক করা হয়। পরে রাতেই ৫৭ জনকে গ্রেফতার দেখায় পুলিশ।থানায় আটকের পর আসাদুজ্জামান আসাদ নামে এক বিএনপি নেতা অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ও পরে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আসাদুজ্জামান আসাদ গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপির সাবেক সভাপতি।তবে গ্রেফতার হওয়া বাকি নেতাকর্মীদের নাম প্রকাশ করা হয়নি।টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার তাদের আদালতে পাঠানো হবে। টঙ্গী পূর্ব থানায় স্থান-সংকুলন না হওয়ায় পার্শ্ববর্তী দুটি থানায় নেতাকর্মীদের রাখা হয়েছে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *