দিরাইয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।গতকাল সকাল ১১ টায় উপজালা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শাজাহান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাতের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানঅন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন, দিরাই উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক তাপশ দাশ,যুগ্ম সাধারণ সম্পাদক সুবীর দাশ,অর্থ সম্পাদক খোকন রায়,দিপু সরকার, জয়মনি দাশ,নুরুজ্জামান, ফারুক মিয়া অজিত দাশ,আশিকুর রহমান প্রমুখ।আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বলেন,মুক্তিযোদ্ধাদের চেতনা, বাস্তবায়নে মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্যকে সমুন্নত রাখার জন্য সন্তান কমান্ড তার লড়াই সংগ্রামে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শাজাহান মিয়া বলেন, একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তানি দোসরদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখার লক্ষ্যে সব সময় কাজ করে যাবে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।