বরিশাল বাংলাদেশ

বরিশাল বিভাগে ১৬ দিনে ৫৭৪ জেলের কারাদন্ড

7 2310261216
print news

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের দায়ে ৪৩ জেলেকে কারাদ- দেওয়া হয়েছে। এছাড়াও দ-প্রাপ্তদের মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন নদীতে মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে তাদের আটক করে। ফলে নিষেধাজ্ঞার প্রথম ১৬ দিনে ৫৪৩টি মামলায় ৫৭৪ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়েছে। পাশাপাশি ৯ লাখ ৭১ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। শনিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাসির উদ্দিন।
বিভাগীয় মৎস্য অফিসের তথ্য মতে, ১২ অক্টোবর থেকে ২৮ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ১ হাজার ৮৮৫টি অভিযান এবং ৭৩৭টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। একই বরিশাল বিভাগের ২২৭ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৩ হাজার ১৪৮ বার বিভিন্ন মাছঘাট, ৫ হাজার ৩৭৬ বার বিভিন্ন আড়ত ও ৩ হাজার ৪৪৫ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। এসব অভিযানে ১১ হাজার ৮৪৯ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ৬ কোটি ৮০ লাখ ২৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৩৪ লাখ ৩১ হাজার ৮০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া জব্দ হওয়া সামগ্রী নিলামে বিক্রি করে আয় হয়েছে ৩ লাখ ৬১ হাজার টাকা। বরিশাল মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাসির উদ্দিন জানান, ১১ অক্টোবর দিনগত মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের ৭ হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন স্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে। এ সময়ে বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *