ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির হরতাল প্রতিহতের ঘোষণা আওয়ামী লীগের


মো খোকন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া:বিএনপি জামাতে মহাসমাবেশ কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা ও সন্ত্রাস ও নৈরাজ্যের কার্যক্রম প্রতিহত করার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ অক্টোবর ) বিকাল ৩.৩০টার দিকে পৌর শহরের বঙ্গবন্ধু স্কয়ার এ শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং মহাজোট শরিক দলের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচীতে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো হেলাল উদ্দিনের সভাপতিত্ব এবং পিপি এড মাহবুবুল আলম খোকনের সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সাবেক সহ-সভাপতি ও ১৪ দলের সমন্বয়ক হাজী মোঃ হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড লোকমান হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তৃতা করেন।শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচীতে বক্তৃারা বলেন, আজকে আমাদের শান্তি সমাবেশ সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে। যদি আন্দালনের নামে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে তারা পরিস্থিতি খারাপ করার চেষ্টা করে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে। আগামি কালকে বিএনপির হরতাল কর্মসূচী প্রতিহতের ঘোষণা দেন। বিএনপি হরতাল করবে দূরের কথা ঘর থেকে বের হতে পারবে না বলে হুশিয়ারি দেন।সমাবেশে আমেরিকার সমালোচনা করে বলেন, আমেরিকা বাংলাদেশের বন্ধু নয়। তারা আমাদের স্বাধীনতা যুদ্ধে বিরোধীতা করেছি। তখনও তারা শুক্রুর পক্ষ নিয়ে জয়ীয় হতে পারেনি। এবার ও তারা বিএনপির পক্ষ নিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে পারবে না।এদিকে বিএনপি, জামাত ও আওয়ামী লীগ জনসভাকে ঘিরে সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল পরিমানে পুলিশ, বিজিবি, র্যাব, ব্যাটালিয়ন পুলিশ মোতায়েন করা হয়েছে। শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন মুর্হূতে অপ্রীতিকর পরিস্থিতি ঘটনাতে পারে ।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।