বিনোদন

রাজের সঙ্গে আমাকে জড়িয়ে যেটা রটছে সেটা ঠিক নয়: ইধিকা পাল

image 733479 1698394990
print news

ঢাকা প্রতিনিধি :  ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘কবি’ নামের একটি সিনেমা বানানোর ঘোষণা দেন নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। কিন্তু এ সিনেমায় শাকিব খান থাকবেন না বলে জানিয়েছেন। ফলে তার স্থানে নেওয়া হয়েছে নায়ক শরিফুল রাজকে। এদিকে রাজের বিপরীতে থাকার কথা রয়েছে শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা কলকাতার ইধিকা পাল। এমন খবর এসেছে বাংলাদেশের সংবাদমাধ্যমে, যা চোখ এড়ায়নি ইধিকার। তিনি রাজের নায়িকা হচ্ছেন কি হচ্ছেন না এ বিষয়ে এবার মুখ খুলেছেন। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে ইধিকা জানিয়েছেন, এখনো তার পক্ষ থেকে চূড়ান্ত কিছুই জানানো হয়নি। তিনি আপাতত ‘কবি’-এর চিত্রনাট্য পড়ছেন। পুরোটা পড়া শেষ করেই সিদ্ধান্ত জানাবেন।

ইধিকা বলেন, ‘আমি এখনই নিশ্চিত করে কিছুই বলতে পারব না। অনেক জায়গায় অনেক কিছু লেখা হচ্ছে। কেউ কেউ নিশ্চিতভাবে লিখে দিয়েছেন আমি নাকি রাজের সঙ্গে কাজ করছি। কিন্তু এখনো আমার তরফ থেকে নিশ্চিত করা হয়নি। আমার কাছে চিত্রনাট্য এসেছে। কিন্তু যতক্ষণ সবটা না পড়ছি, ততক্ষণ কোনো সিদ্ধান্তই জানাতে পারব না। তাই যেটা রটছে সেটা ঠিক নয়।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *