রাজনীতি

সরোয়ার-শিরীন-ফারুক সহ বরিশাল বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত

Untitled 19
print news

ঢাকায় একদফা সমাবেশে গিয়ে যুগ্ম মহাসচিব সরোয়ারসহ বরিশাল বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। এর মধ্যে অন্তত ২০ জন গুলিবিদ্ধসহ অন্যান্যরা রক্তাক্ত জখম হয়েছে বলে জানিয়েছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনকি সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরীন। তিনি পরিবর্তনকে জানান, বরিশাল বিভাগীয় বিএনপির নেতাকর্মীরা নাইটেঙ্গেল মোড়ে অবস্থান নিয়েছিলো। সেখানে পুলিশ এলোপাতাড়ি গুলিবর্ষন ও হামলা করেছে। এতে অর্ধশতাধিক নেতকার্মী আহত হয়েছে। ঘটনাস্থলে থাকা মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদুল ইসলাম হিমেল জানান, বরিশাল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কাকরাইল মসজিদ থেকে নাইটেঙ্গল মোড় এলাকায় ছিলো। পুলিশ এসে হামলা করে গুলি করেছে। এতে ঘটনাস্থলে স্বেচ্ছাসেবক দলের মহানগরের যুগ্ম আহবায়ক বাপ্পি ও নগরীর ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য মো. মানিক, জাহিদুল ইসলাম, সমীর গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ারের স্ত্রী নাসিমা সরোয়ার জানান, কাকরাইল মোড় এলাকায় অবস্থান করছিলেন এ্যাড. মজিবর রহমান সরোয়ারসহ নেতাকর্মীরা। হঠাৎ করে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, কাদানো গ্যাস ও গুলি শুরু করে। এতে রাস্তার উপর পড়ে যান যুগ্ম মহাসচিবসহ নেতাকর্মীরা। তখন হাতে, পায়ে ও মুখমন্ডলে আঘাত পেয়েছেন।
নাসিমা সরোয়ার আরো বলেন, বর্তমানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এ্যাড হাফিজউদ্দিন আহম্মেদ বাবলু জানান, হামলায় বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাড. সরোয়ার, সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরীন, মনিরুজ্জামান খান ফারুক ও তিনিসহ বরিশাল বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *