ক্ষমতাধর সহযোদ্ধা : নাজিমুল হক


সহযোদ্ধারে যুদ্ধ করিয়া,পরিচালনায় দিলাম ঘর
পরিচালনা পেয়ে বন্ধু আমার, চড়ে বসিল মাথার উপর
যখন তখন হুকুম ছাড়িয়া, দেখিয়ে বেড়ায় বল্
আজ কি তবে বন্ধু আমার, হয়ে গেল বড় ক্ষমতাধর!
বাঁধিতে পারে যুদ্ধ আবারো,পুনরুদ্ধারে স্বাধীনতার
যেমনি করে করেছিলাম মোরা, সহিত অমিত্র’র।
ভুলিনিতো আজো যুদ্ধ কৌশল,ছাড়িয়াছি সরঞ্জাম
দরকার পড়িলে তুলিবো আবার, জং ধরা মেশিনগান।
শত্রু করিয়াছে শাসন আমায়,শাসনের ছেড়ে ঢের বেশি
বন্ধু আসিয়া করিছে শোষণ, শত্রু প্রতিবেশী
নালিশ নিয়ে যাইবো কার ধারে, পরিচালনায় দিলাম নিজে
ক্ষমতা পেয়ে বন্ধু আজ,চড়ে বসেছে মোর শিঁরে।