রাজনীতি

ঝালকাঠি জেলা বিএনপির পিকেটিং : গ্রেফতার-২৫

jkt
print news

ঝালকাঠি প্রতিনিধি : সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবীতে দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে ঝালকাঠি জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ১ নভেম্বর বুধবার জেলার বিভিন্নস্থানে পিকেটিং করেছে। ঝালকাঠি – পিরোজপুর, ঝালকাঠি -বরিশাল এবং বরিশাল -পটুয়াখালী সড়কের নলছিটি অংশের বিভিন্ন স্থানে জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় গাছের গুড়ি ফেলে টায়ারে আগুন জ্বালিয়ে এবং ইট ফেলে রাস্তায় ব্যরিকেট দিয়ে অবরোধ করেন। নেতাকর্মীরা অবরোধের সমর্থনে এবং সরকারের পদত্যাগের দাবীতে বিভিন্ন স্লোগান দেয়। পরবর্তীতে ঝালকাঠি এবং নলছিটি অবরোধ এলাকায় পুলিশ গিয়ে নেতাকর্মীদের দেয়া ব্যরিগেট সরিয়ে ফেলে এবং নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। অবরোধে পুলিশের কড়া নজরদারিতে এবং পাহারায় কিছু গাড়ি চলাচল করলেও জনমনে চরম আতঙ্ক উদ্বেগ উৎকন্ঠা রয়েছে। স্বাভাবিক দিনের চেয়ে যানবাহন চলাচল সীমিত রয়েছে। ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মিজানুর রহমান মুবিন জানান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এর নির্দেশনায় ঝালকাঠিতে নেতাকর্মীরা অবরোধ করছে। আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে অশ্রসশ্র নিয়ে মহড়া দিচ্ছে নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে এবং হুমকি ধমকি দিচ্ছে। অপরদিকে সরকারের আজ্ঞাবাহ পুলিশ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গ্রেফতার অভিজান চালাচ্ছে। ২৯ অক্টোবার থেকে এ পর্যন্ত ২৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুরাতন গায়েবী মামলায় আসামী করেছে। সকল প্রতিকুলতার মধ্যেও আমরা অবোরধ করছি। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আছি থাকবো বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *