নলছিটিতে ছাত্রলীগ-যুবলীগ’র উদ্যোগে ফিরোজা আমু’র মৃত্যু বার্ষিকী পালিত


মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি : নলছিটিতে ছাত্রলীগ-যুবলীগ’র উদ্যোগে ঝালকাঠি-২ আসনের সাংসদ ও ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু’র স্ত্রী ফিরোজা আমু’র ১৬তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।১ নভেম্বর বুধবার দুপুর দেড়টায় উপজেলা ছাত্রলীগ এবং বিকেল সারে ৪টায় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এ আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ’লীগের ঝালকাঠি জেলার সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, উপজেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান,পৌর আ’লীগের সভাপতি মোঃ ফারুক হোসেন, সাধারণসম্পাদক জনার্ধন দাস, যুবলীগ আহবায়ক মামুন তালুকদার, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান প্রিন্স প্রমুখ। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপজেলা ও পৌর আ’লীগ,ছাত্রলীগ-যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ছাত্রলীগ সভাপতি অনিক রহমান সরদার ও যুবলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ বাবু জানান প্রতিবছরের মতো এবারেও আমরা এই মহিয়সির মৃত্যু বার্ষিকীতে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করেছি।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।