রাজনীতি

নলছিটি উপজেলা বিএনপির সভাপতি হেলাল খান গ্রেফতার

received 881491309745461
print news

মিলন কান্তি দাস   : ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএপি’র) নলছিটির সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান খান হেলালকে গ্রেফতার করেছে থানা পুলিশ।৩ ন‌ভেম্বর রাত ১টার দিকে নলছিটি পৌরসভার তার নিজ বাসা থেকে ঝালকাঠি সদর থানা পুলিশ ও নলছিটি থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে। আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার।তিনি জানান, গত ২৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরের দিকে ঝালকাঠি জেলা শহরের আমতলা গলি রোডের বিএনপির অফিসের সামনে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে পুলিশকে আহত করার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন জানান, চলমান আন্দোলনকে নিস্তেজ করতে পুরানো মামলায় নলছিটি উপজেলা বিএনপির সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।সদর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, বিএনপির পদযাত্রার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছিল। তাদের বাঁধা দেওয়ায় ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীরা। এতে ওসি (অপারেশন) ফিরোজসহ তিন পুলিশ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকেই ১৬ জনকে আটক করা হয়েছিলো। সেই মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আনিচুর রহমান হেলালকে গ্রেফতার করা হয়েছে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *