বাংলাদেশ সিলেট

হবিগঞ্জে ভারতীয় ১২০ বস্তা চিনিসহ ৭ পাচারকারী আটক

IMG 20231103 122035
print news

কিবরিয়া চৌধুরী,হবিগঞ্জ  : হবিগঞ্জের ৭ জন সহ ১১ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ভারতীয় ১২০ বস্তা চিনিসহ দু’টি পিকআপ গাড়ি ও দু’টি প্রাইভেট কার এবং নগদ ১৩ লাখ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।গত বুধবার সকাল ৭টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে থানার সামনে চেকপোস্ট চলাকালে তাদের আটক করা হয়। পরে ওইদিনই বিকেলে আটকৃতদের গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।আটকৃতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর এলাকার অলিউর রহমান জুলহাস (৩০) ও তার ভাই জসিম উদ্দিন (২৮), চুনারুঘাট উপজেলার শনখলা গ্রামের হাবিবুর রহমান হাবিব (২৯), একই উপজেলার দণি হাতুন্ডা গ্রামের মামুন মিয়া (২২), সজিব হোসেন (২০), উত্তর সাঙ্গর গ্রামের আনোয়ার হোসেন (৩২), বানিয়াচং উপজেলার কালাইনজুরা গ্রামের আনহার মিয়া (২৫), সুনামগঞ্জ সদর উপজেলার বরপাড়া এলাকার মাসুম মিয়া (২৪), বিশ্বম্ভরপুর উপজেলার মেরুয়াখলা গ্রামের আমীর হোসেন (২৭), আলাল মিয়া (২৪) ও শরিফ আহমদ (২৫)।

বিষয়টি নিশ্চিত করে ওসি মিজানুর রহমান বলেন, সুনামগঞ্জ থেকে হবিগঞ্জ যাওয়ার পথে এ চোরাই চালানটি আটক করা হয়। ঘটনার সাথে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) অলক দাশ বাদী হয়ে মামলা করেন। পরে আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *