সাহিত্য

পক্ষিও সখ্য উক্তি : রোকেয়া মুন্নি

rokeya munni etihad news
print news

পক্ষিও সখ্য উক্তি
রোকেয়া মুন্নি

প্রচণ্ড ব্যাকুলতায় ফোনের এ প্রান্তের মানুষটা অনেক্ষণ পর তার প্রশ্নের প্রতিত্তোর পেয়ে
অভিমানে ওপাশকে জানায়
এতোই যখন ব্যস্ততা তো সব ঝুট ঝামেলা সেড়ে
খোঁজ করলেই হয়,
থেকে থেকে লাইনে আসারই বা দরকার কি !

অভিমানে লিখলেও ইতিমধ্যেকার মনছোঁয়া মিষ্টি বাক্যগুলো যেনো বারবার দোলা দিচ্ছিলো এপাশকে
“আমাকে সময় দিচ্ছ কবে ?
হচ্ছো কবে সামনাসামনি ?
কবে পূরণ করবে আমার চাওয়া ?

হতবাক হয়ে লিখলো এপাশ
আমি অতি সাধারণ নগন্য,
আরএই যে সময় দিচ্ছি সেটাকি কম?
আচ্ছা কি চাওয়া আপনার?

উত্তরটা লিখে জানালেও এপাশের মনে হচ্ছিলো
কেউ যেনো তার কানের কাছে ফিসফিস করে বলছে,
যেটুকু দাও তা আমার জন্য খুবই কম,
সেটা কি তুমি বোঝো ?
আমার চাওয়া তুমি অস্বাভাবিক হও,
হও অসাধারণ !

মন্তব্যের একটি লাইন হঠাৎ বিলীন হওয়ায়
চঞ্চলচিত্তে এপাশ জানতে চাইলো
কি লিখেছেন,
মুছলেনই বা কেনো?

ওপাশ জানালো;
লিখেছি অপেক্ষায় থেকো,
জনম জনম ভরে?
বিমুগ্ধ এপাশ ঐ হৃদয় কাড়া
এক পক্ষ কালের বাঁধ না মানা কথায়
আধো লাজে আধো হারাবার ভয়ে
চোখ বুজে দুরুদুরু প্রাণে থরথর তর্জনীতে,
মুছে দিলো সেই অগোচরে পক্ষিও সখ্য উক্তি।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *