ঢাকা বাংলাদেশ

“আমার ভোট আমি দেব” মুকসুদপুরে যুব সমাবেশে ফারুক খান এমপি

IMG 20231115 185139
print news

মুকসুদপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসেডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের স্লোগান হবে, “আমার ভোট আমি দেব, ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় দেব” তিনি আরও বলেন বাংলাদেশে সংবিধান অনুযায়ি নির্বাচন হবে, কোন দল বা বিশেষ কোন দেশের প্রেসক্রিশনে নির্বাচন অনুষ্ঠিত হবে না। মুহাম্মাদ ফারুক খান আজ ১৫ নভেম্বর বুধবার বিকেলে গোপালগঞ্জ জেলার, মুকসুদপুর উপজেলা কেজি স্কুল মাঠে, উপজেলা যুবলীগ আয়োজিত এক বিশাল যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, আমরা কোন দলের বা কোন দেশের রক্তচক্ষুকে ভয় পাইনা। আমরাও তাদেরকে ভয় দেখাতে পারি। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরেই আমরা নির্বাচনী প্রচারনায় নেমে পড়বো। সকল ভোটারকে ভোটকেন্দ্র এসে নিজ নিজ ভোট প্রদানের জন্য ক্যাম্পেইন করবো। আমরা গত ১৫ বছরে দেশের যে উন্নয়ন করেছি তাতে নৌকার জয় হবেই ইনশাল্লাহ ।মুকসুদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ শাহরিয়ার বিপ্লবের সভাপতিত্বে, যুব সমাবেশে আরও বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপ কমিটির সদস্য কানতারা খান, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, গোপালগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মাসুদ রানা যোবায়ের, সাধারন সম্পাদক এমবি সাইফ মোল্যা, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল কান্তি বোস, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া হক শোভা, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মুক্ত, মুকসুদপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জহির হাসান টিটো, সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দীন মিয়া, কেন্দ্রীয় যুবলীগ নেতা লিয়ন মিয়া, রবিউল ইসলাম, মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নিভেল মোল্যা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রিফাতুল আলম মুছা।যুব সমাবেশ শেষে যুবলীগের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *