ধুনটে চিকিৎসক জাহিদুল ইসলাম মানবিকতার বিরল দৃষ্টান্ত


মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি: সবাই কসাই নয়, কেউ কেউ চিকিৎসক রূপে স্বয়ং আর্শীবাদ। যখন সব কিছুর দর আকাশচুম্বী ঠিক সেই সময়ই ৫০ টাকা অথবা ফ্রীতে মিলছে শহরে চিকিৎসকদের মত মানসম্মত চিকিৎসা পরামর্শ। বলছি মেডিক্যাল উপ-সহকারী চিকিৎসা সেবায় প্রশিক্ষণ প্রাপ্ত জাহিদুল ইসলামের কথা। যিনি দীর্ঘদিন যাবত ধুনট উপজেলার মথুরাপুর বাজারে নিজস্ব চেম্বার স্থাপনের মধ্য দিয়ে সুচিকিৎসা পরামর্শ দিয়ে আসছেন। তার এমন চিকিৎসা সেবায় আশপাশের এলাকায় পড়েছে ব্যাপক সাড়া। অনেক তাকে গরীবের ডাক্তার হিসেবে জানেন।১৫ নভেম্বর বুধবার বিকেলে সরেজমিনে দেখা যায় তিনি দায়িত্বশীলতার সাথে রোগীদের সুচিকিৎসা পরামর্শ দিয়ে আসছেন। তার চেম্বারে সকাল থেকে অসংখ্য রোগী চিকিৎসা পরামর্শ নিচ্ছে। বিশেষ করে গ্রাম্য অঞ্চলের গরীব অসহায় পরিবারের শিশু বৃদ্ধ যুবকেরা প্রাথমিক চিকিৎসা পরামর্শ নিয়ে সন্তুষ্ট। তিনি জোর জবরদস্তি করে কারো থেকে কোন পরামর্শ ফি নিচ্ছেন না। লক্ষ্য করে দেখা যায় অধিকাংশ রোগীকে তিনি ফ্রি চিকিৎসা পরামর্শ দিচ্ছেন। কখনো কখনো ৫০ টাকা নাম মাত্র ফি নিচ্ছেন তিনি।হাতের নাগালে এমন চিকিৎসা সেবা পেয়ে দিন দিন বাড়ছে তার রোগীর সংখ্যা। প্রাথমিক ছোট খাটো সার্জারী করেন তিনি। তবে জটিল কোন রোগী হলে তাৎক্ষণিক ধুনট এবং বগুড়া সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণের জন্য পরামর্শ দিয়ে থাকেন। অনেক ক্ষেত্রে দেখা যায়, প্রাইভেট ক্লিনিকের সাথে ফার্মেসী কিংবা মেডিক্যাল উপসহকারীদের অনৈতিক যোগাযোগ থাকে। কিন্তু সেই ক্ষেত্রে জাহিদুল ইসলাম ব্যতিক্রম। তিনি গ্রামীণ জনগোষ্ঠীর সুচিকিৎসা পরামর্শ প্রদানের ব্রত নিয়ে এই মহান পেশায় আছেন। গরীব অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের সুচিকিৎসা প্রদানে জাহিদুল ইসলামকে এলাকাবাসী একজন মানবিক মানুষ হিসেবে চেনেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news