বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের রাতে প্রবেশ নিষিদ্ধ


সাইফুল,বরিশাল বিশ্ববিদ্যালয় : রাত ১০ টার পরে অনাবাসিক শিক্ষার্থী ও বহিরাগতদের ক্যাম্পাসে অবস্থান এবং চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে ২০ নভেম্বর এই নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। যদি কেউ ঘোরাঘুরি বা অবস্থান করেন তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করার কথা জানানো হয় প্রজ্ঞাপনে। বিষটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাতে ১০ টার পরে অনাবাসিক শিক্ষার্থী সহ বহিরাগতরা ক্যাম্পাসে অবস্থান ও প্রবেশ করতে পারবে না। ভিজিল্যান্স টিম (প্রক্টোরিয়াল বডি) যদি রাত ১০ টার পর কোনো বহিরাগতকে ঘোরাঘুরি বা অবস্থান করতে দেখে, তাহলে তার বা তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সুষ্ঠু ক্যাম্পাস বিনির্মাণে বদ্ধপরিকর। সেজন্য বহিরাগতরা যাতে অনায়াসে রাতে প্রবেশ করতে না পারে সেজন্য এই ব্যবস্থা।আমরা প্রক্টরিয়াল বডি সবসময় সজাগ।যদি কারোর প্রতি সন্দেহ হয়ে জিজ্ঞাসাবাদ করে প্রমাণ হয় সে বহিরাগত,তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া জানান,আমাদের শিক্ষার্থীরা তাদের প্রয়োজনে সব সময়ই প্রবেশ করতে পারবে।কিন্তু বহিরাগতরা রাত ১০টার পরে প্রবেশ করতে পারবেনা।সার্বিক দিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণের কথা বিবেচনা রেখে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news