শ্রুতিকটূ ভাষা : নাজিমুল হক


নাজিমুল হক:
ছেলে পুলের মুখের ভাষা, শুনতে শ্রুতিকটূ
গালি বিনা কথা-বার্তা, বলে শুধু লঘু
কেমন তাদের পিতা-মাতা, প্রশ্ন তোলে লোকে
জন্ম দিয়ে খোঁজ রাখে না,ভদ্রতা শিক্ষা দিতে।
এমন সন্তান ফয়দা’র চেয়ে, কুকুর পালা ভালো
যে সন্তানের জন্য তাঁরা পায়না সুখের আলো
বিদ্যালয়েও দেয় না শিক্ষা, নৈতিকতার বানী
তাইতো ছেলে আজকের দিনের, বে-জায়গায় দে গালি
ছোট-বড় মান-সম্মানের করে নাতো বালাই
যেথায়-সেথায় গালি ফুটায়, ভাবে বড় একা-ই
নালিশ দিলে পরিবারে উল্টো উত্তর করে
এভাবেই সন্তানেরা, নিকৃষ্ট হয়ে ঘুরে
নাজিমুল হক (সিন্দুরপুর)
ফেনী সরকারী কলেজ, বাংলা বিভাগ
*গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news