এইচএসসির ফলাফল প্রকাশের বিষয়ে বোর্ডের বিজ্ঞপ্তি প্রকাশ


বরিশাল অফিস : আগামী ২৬ নভেম্বর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল। ওই সকাল ১০ টায় প্রধান মন্ত্রীর ফলাফল ঘোষনার পর কলেজ বোর্ডের ওয়েব সাইট ও অন্যান্য মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের বিষয়ে বিস্তারিত প্রকাশ করেছে বরিশাল শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২৬ নভেম্বর সকাল ১০ টায় ফলফল প্রকাশের পর একযোগে কলেজ,পরীক্ষার কেন্দ্র,বোর্ডের নিজস্ব ওয়েব সাইট এবং এ্যান্ডয়েট মোবাইল ফোনে এ্যাপস ব্যবহার করে ফলাফল দেখা যাবে। বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েব সাইটের বাইরেও শিক্ষার্থীরা যে কোন মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করে ফলাফল জানতে পারবে। এসএমএস করা পদ্ধতি হচ্ছে ম্যাসেজ অপসনে গিয়ে এইচএসসি স্পেপেস বোর্ডের প্রথম ৩ টি অক্ষর স্পেপেস রোল স্পেপেস পরীক্ষার বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফলাফল প্রকাশের পরপরই ফলাফল মোবাইলে পৌছে যাবে। ফলাফল প্রকাশের পরের দিন ২৭ নভেম্বর থেকে পুননিরীক্ষন শুরু হবে। আবেদন করা যাবে ৩ ডিসেম্বর পর্যন্ত।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news