শিক্ষা

ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

1700672450243
print news

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের Biomaterials Research Laboratory (BRL) সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ২২ নভেম্বর ২০২৩ দুপুর ১:৩০ টায় উক্ত বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ল্যাবের সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন। চবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি ড. সুমন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ত বিভাগের সহযোগী অধ্যাপক ও ল্যাবের প্রজেক্ট ইনচার্জ ড. সুমন গাঙ্গুলী ও চট্টগ্রাম বিসিএসআইআর গবেষণাগার এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শ্রীবাস চন্দ্র ভট্টাচার্য্য। অনুষ্ঠানে বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

*গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *