আদরের হিয়া : রোকেয়া মুন্নি


আদরের হিয়া
রোকেয়া মুন্নি
হৃদ জমিন ধূসর খরতর চৌচির
রাগীর রোদ্দুর দিয়েছে তা
আহত ফুসফুসের নষ্ট ধীর হাওয়ায়
রুঢ়তায় জর্জরিত যেনো বিষন্নতা।
অস্পষ্ট খোয়াবের শেষ পরিণতি মায়া
ধ্বনিছে অহেতুক ক্রোধ ইঙ্গিত
পঞ্চ যন্ত্রণায় অতিষ্ঠ কোন অটল
কাকেইবা পোড়াতে গাইছে গীত।
জ্ঞানগর্ভ আচারে যার টম্বুর ব্যক্তিত্ব;
তোষণে ভজনেও প্রগাঢ় তুক
বেদনায় বিধূর চাতক পাগলী তব
কট্টরে মূর্ছেও চাহিছে সুখ ।
পৌরুষে নারীত্বে মেলে যে স্বর্গ
শঠতা গরিমায়ও নরকের অঙ্কুশ
অহোরাত্রির নষ্ট ভ্রান্তি ভেঙ্গে চলো
শুভ্র পরশে ফেরাই হুঁশ ।
গরম মেজাজ সদা বিব্রত যাপন
সমঝদারিতে বর্ষে প্রেমের দেয়া
ঘাত প্রতিঘাতের হে বিদগ্ধ কঠিন
তুমিইযে নিবিড়ে আদরের হিয়া ।
গহন গোচরে
রোকেয়া মুন্নি
হৃদ শ্বেত কন্দরে ভাস্কর তোরণ
আজি ব্যকুল হৃদে দাও বুঝায়ে
বিষাদ অনলে বক্ষ গ্রন্থির দহন
যতো মোহ মায়া দাও ভুলায়ে ।
শঙ্কিত বিবেক তল্লাটে নভোযান চালায়ে
যারা তালাস করে যায় প্রভারে
কাতর বরাভয়ে সুখ দায়কে তারা
মান অভিমানে কাঁদায় কি কাহারে ।
মঙ্গলের তরে বিমর্ষ চারু তনু
যবে বারণ ভেদে মেশে সলিলে ।
কুল প্রীতিতে উস্কে কে কারে
তিমির ঢাকে শশী আলোর মিছিলে ।
ছুটিলে পিছু গভীর নির্মল ভাবিয়া
চিত্ত পালায় বুঝি বঞ্চিত পাহারে
পুরু বসনে মম নয়ন বাঁধিলেও
তবু পারি যে আঁকিতে তাহারে ।
শুধু পারিনা সহিতে গরল যাতনা
প্রভু দাঁড়াও রুধিয়া পন্থার পাথারে
শোধরাতে তারে এসো এ ভূ-ধরে
শুদ্ধ মান মহিমার গহন গোচরে ।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news