মধ্যপ্রাচ্য সংবাদ

নির্ভয়ে ঘুমাল গাজাবাসী

image 744217 1700927572
print news

ইত্তেহাদ  অনলাইন ডেস্ক : ইসরাইলের নৃশংস হত্যাযজ্ঞের ৪৮ দিন পর অস্থায়ী যুদ্ধবিরতির প্রথম রাতে নির্ভয়ে ঘুমিয়েছে গাজাবাসী। শুক্রবার শুরু হওয়া চার দিনের এ যুদ্ধবিরতিতে বোমা অথবা বিমান হামলার আতঙ্ক নেই। ঘুমের মধ্যে নিহত হওয়ার ভয় নেই। নিস্তব্ধতায় স্বস্তির রাত কাটিয়েছেন।যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় গাজায় সাময়িক যুদ্ধবিরতি চলছে। চুক্তি অনুসারে, ইসরাইল ও হামাস পরস্পর জিম্মি বিনিময়ও শুরু করেছে। এ পরিপ্রেক্ষিতেই ভীতিহীনভাবে ঘুমাতে পারছেন গাজাবাসী। তবে এটা একেবারেই ক্ষণিকের। এ কথাও মাথায় রেখেছেন বাসিন্দারা। আশঙ্কা করছেন, সাময়িক বিরতির পর আবারও তাদের ওপর হামলা চালাবে ইসরাইলি বাহিনী।আলজাজিরার প্রতিনিধি হানি মাহমুদ বলেছেন, সাময়িক যুদ্ধবিরতি থাকলেও অনেকে নিজ বাড়িতে যেতে পারছেন না। কারণ ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মতি দিলেও স্থানান্তরে দিয়েছে নিষেধাজ্ঞা। এজন্য গাজাবাসীর মধ্যে হতাশা ভর করেছে। যুদ্ধবিরতি প্রস্তাবে নিরাপদে বাড়ি ফেরার সুযোগ দেওয়ার শর্তটি যোগ না করায় ফুঁসে উঠেছেন অনেকেই। ইসরাইলি সেনারা উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে একটা সামরিক সীমা টেনে রেখেছে। যাতে কেউ যাতায়াত করতে না পারে। শুক্রবার উত্তর গাজায় যাওয়ার চেষ্টা করায় ইসরাইলি বাহিনীর হাতে তিন ফিলিস্তিনি নিহত হন। বেশ কয়েকজন আহত হন। এ বিষয়ে মাহমুদ বলেছেন, এসব ফিলিস্তিনিরা উত্তর গাজায় তাদের পরিবারকে ও বাড়িঘর দেখতে সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন।

 

*গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *