রাজনীতি

আওয়ামী লীগের মনোনয়নও পেলেন না মুরাদ ও চিত্রনায়িকা মাহি

e6d7476ea7622ab0f741d54e968d9759 61adf989d69da
print news

ঢাকা প্রতিনিধি :  সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এবার আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন না। তার আসনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) মনোনয়ন পেয়েছেন মাহবুবুর রহমান।সাবেক প্রতিমন্ত্রী মুরাদ নানা কারণে আলোচিত ও সমালোচিত। দীর্ঘদিন ধরে তিনি রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছিলেন।২০২১ সালে ফেসবুক পেজে মুরাদ বিএনপি চেয়ারপারসন  খালেদা জিয়া, তার ছেলে ও নাতনিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন।এরপর অভিনেত্রী মাহিয়া মাহীকে নিয়ে একটি ফোনকল ভাইরাল হলে তিনি তুমুল সমালোচিত হন।

মনোনয়ন পাননি চিত্রনায়িকা মাহি

এবারও আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি কিন্তু সে আসনে এবার মনোনয়ন পেলেনআসনের বর্তমান এমপি জিয়াউর রহমান। ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহিয়া গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। অভিনয় ছেড়ে পুরোদমে রাজনীতির মাঠে নামেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন তিনি।এ সময় নায়িকা জানিয়েছিলেন তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি বলেছিলেন, তৃণমূলের মতামতের নেওয়া হলে দল আমাকে মনোনয়ন দেবে, ইনশাআল্লাহ। এলাকার সাধারণ মানুষেরা উৎসাহ দিয়েছেন, তারা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চান বলেই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।মনোনয়ন না পেলেও দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষেও একইভাবে কাজ করবেন বলেও সেসময় জানিয়েছেন মাহি। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হলো নৌকাকে জয়যুক্ত করা। যেই মনোনয়ন পাক, যাকেই মনোনয়ন দেওয়া হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতায় আনতে নৌকার জন্য সর্বোচ্চ কাজ করবো। এর আগে ২০২২ সালে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মনোনয়ন ফরম কিনেছিলেন মাহিয়া মাহি। সংসদ থেকে বিএনপির পদত্যাগের ফলে আসনটি শূন্য হয়। ওই আসনে ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

 

*গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

 

 

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *