ঢাকা বাংলাদেশ

ঢাকা বিভাগ হতে নৌকার মনোয়নপত্র পেলেন যারা

9b21fc024fcce841cb388adc42b56654 65633aa41c0bd
print news

ঢাকা প্রতিনিধি :   দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা বিভাগ হতে নৌকার মনোয়নপত্র পেলেন যারা

ঢাকার ২০টি আসন থেকে নৌকার মনোয়নপত্র পেলেন যারা :
ঢাকা-১ থেকে সালমান ফজলুর রহমান।
ঢাকা-২ থেকে অ্যাডভোকেট কামরুল ইসলাম।
ঢাকা-৩ থেকে নসরুল হামিদ (বিপু)।
ঢাকা-৪ থেকে সানজিদা খানম।
ঢাকা-৫ থেকে হারুনুর রশিদ মুন্না।
ঢাকা-৬ থেকে মোহাম্মদ সাঈদ খোকন।
ঢাকা-৭ থেকে মোহাম্মদ সোলায়মান সেলিম।
ঢাকা-৮ থেকে আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।
ঢাকা-৯ থেকে সাবের হোসেন চৌধুরী।
ঢাকা-১০ থেকে ফেরদৌস আহমেদ।
ঢাকা-১১ থেকে মোহাম্মদ ওয়াকিল উদ্দিন।
ঢাকা-১২ থেকে আসাদুজ্জামান খান কামাল।
ঢাকা-১৩ থেকে জাহাঙ্গীর কবির নানক।
ঢাকা-১৪ থেকে মো. মাইনুল হোসেন খান (নিখিল)।
ঢাকা-১৫ থেকে কামাল আহমেদ মজুমদার।
ঢাকা-১৬ থেকে মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ।
ঢাকা-১৭ থেকে মোহাম্মদ আলী আরাফাত।
ঢাকা-১৮ থেকে মোহাম্মদ হাবিব হাসান।
ঢাকা-১৯ থেকে ডা. এনামুর রহমান।
ঢাকা-২০ থেকে বেনজির আহমেদ।

গাজীপুরের ৫টি আসন থেকে নৌকার মনোয়নপত্র পেলেন যারা;-
গাজীপুর-১ থেকে আ.ক.ম মোজাম্মেল হক।
গাজীপুর-২ থেকে মো. জাহিদ আহসান রাসেল।
গাজীপুর-৩ থেকে রুমানা আলী।
গাজীপুর-৪ থেকে সিমিন হোসেন (রিমি)
গাজীপুর-৫ থেকে মেহের আফরোজ।

মুন্সীগঞ্জের ৩টি আসন থেকে নৌকার মনোয়নপত্র পেলেন যারা;-
মুন্সীগঞ্জ-১ থেকে মহিউদ্দিন আহমেদ।
মুন্সীগঞ্জ-২ থেকে সাগুফতা ইয়াসমিন।
মুন্সীগঞ্জ-৩ থেকে মৃনাল কান্তি দাস।

নারায়ণগঞ্জের ৫টি আসন থেকে নৌকার মনোয়নপত্র পেলেন যারা;-
নারায়ণগঞ্জ-১ থেকে গোলাম দস্তগীর গাজী।
নারায়ণগঞ্জ-২ থেকে মো. নজরুল ইসলাম বাবু।
নারায়ণগঞ্জ-৩ থেকে আব্দুল্লাহ-আল-কায়সার।
নারায়ণগঞ্জ-৪ থেকে শামীম ওসমান।
নারায়ণগঞ্জ-৫ থেকে (নাম ঘোষণা করা হয়নি)।

নরসিংদীর ৫টি আসন থেকে নৌকার মনোয়নপত্র পেলেন যারা;-
নরসিংদী-১ থেকে মোহাম্মদ নজরুল ইসলাম।
নরসিংদী-২ থেকে আনোয়ারুল আশরাফ খান।
নরসিংদী-৩ থেকে ফজলে রাব্বি খান।
নরসিংদী-৪ থেকে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
নরসিংদী-৫ থেকে রাজি উদ্দিন আহমেদ।

কিশোরগঞ্জের ৬টি আসনে নৌকার মনোয়নপত্র পেলেন যারা;-
কিশোরগঞ্জ-১ থেকে সৈয়দা জাকিয়া নূর।
কিশোরগঞ্জ-২ থেকে আবদুল কাহার আকন্দ।
কিশোরগঞ্জ-৩ থেকে মো. নাসিরুল ইসলাম খান।
কিশোরগঞ্জ-৪ থেকে রেজওয়ান আহাম্মদ তৌফিক।
কিশোরগঞ্জ-৫ থেকে মো. আফজাল হোসেন।
কিশোরগঞ্জ-৬ থেকে নাজমুল হাসান।

মানিকগঞ্জের ৩টি আসনে নৌকার মনোয়নপত্র পেলেন যারা;-
মানিকগঞ্জ-১ থেকে মো. আব্দুস সালাম।
মানিকগঞ্জ-২ থেকে মমতাজ বেগম।
মানিকগঞ্জ-৩ থেকে জাহিদ মালেক।

রাজবাড়ী ২টি আসনে নৌকার মনোয়নপত্র পেলেন যারা;-
রাজবাড়ী-১ থেকে কাজী কেরামত আলী।
রাজবাড়ী-২ থেকে মো. জিল্লুল হাকিম।

ফরিদপুরের ৪টি আসনে নৌকার মনোয়নপত্র পেলেন যারা;-
ফরিদপুর-১ থেকে মো. আব্দুর রহমান।
ফরিদপুর-২ থেকে শাহদাব আকবর।
ফরিদপুর-৩ থেকে শামীম হক।
ফরিদপুর-৪ থেকে কাজী জাফর উল্যাহ।

গোপালগঞ্জের ৩টি আসনে নৌকার মনোয়নপত্র পেলেন যারা;-
গোপালগঞ্জ-১ থেকে মুহাম্মদ ফারুক খান।
গোপালগঞ্জ-২ শেখ ফজলুল করিম সেলিম।
গোপালগঞ্জ-৩ থেকে শেখ হাসিনা।

মাদারীপুরের ৩টি আসনে নৌকার মনোয়নপত্র পেলেন যারা;-
মাদারীপুর-১ থেকে নূর-ই-আলম চৌধুরী।
মাদারীপুর-২ থেকে শাজাহান খান।
মাদারীপুর-৩ থেকে মো. আবদুস সোবহান মিয়া।

শরীয়তপুরের ৩টি আসনে নৌকার মনোয়নপত্র পেলেন যারা;-
শরীয়তপুর-১ থেকে ইকবাল হোসেন।
শরীয়তপুর-২ থেকে এ কে এম এনামুল হক শামীম।
শরীয়তপুর-৩ থেকে নাহিম রাজ্জাক।

উল্লেখ্য, চলতি মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

 

*গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *