এমপির মনোনয়ন কিনলেন ২৭ বছর ধরে জামানত হারানো ডেকোরেটর ব্যবসায়ী ইসরাফিল


রাজশাহী প্রতিনিধি : ২৭ বছরের বেশি সময় ধরে বিভিন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন ইসরাফিল বিশ্বাস। সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন, পৌর নির্বাচন থেকে শুরু করে সব নির্বাচনে প্রার্থী হয়েছেন; কিন্তু তিনি কোনো নির্বাচনে জামানত ফেরত পাননি। এবারো এমপির মনোনয়ন কিনলেন ডেকোরেটর ব্যবসায়ী ইসরাফিল বিশ্বাস।ইসরাফিল বিশ্বাস রাজশাহীর বাঘা পৌরসভার বলিহার গ্রামের বাসিন্দা। তিনি পেশায় টিউবওয়েল মিস্ত্রির পাশাপাশি ডেকোরেটর ব্যবসায়ী।আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতারের কার্যালয় থেকে সোমবার সকালে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।এ আসনে চারবারের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক পেয়েছেন। তার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ইসরাফিল বিশ্বাস। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলনের পর থেকে বিভিন্নভাবে জানান দিচ্ছেন তিনি এবারো সংসদ সদস্য পদে প্রার্থী হচ্ছেন।বারবার প্রার্থী হওয়ার ব্যাপারে জানতে চাইলে ইসরাফিল বিশ্বাস বলেন, নির্বাচনকে ঘিরে ভোটের হারানো সংস্কৃতি ফিরিয়ে আনতে চাই। প্রজন্মকে জানতে হবে, এদেশে একদিন গণতন্ত্র ও ভোটের রাজনীতি ছিল। কোনো দিন যদি নির্বাচিত হই, তাহলে সমাজসেবক হিসেবে তরুণদের কর্মসংস্থান নিয়ে কাজ করবো সবার আগে। অতীতের দিনগুলোর চেয়ে এবার সংসদ নির্বাচনে ভোটাররা মূল্যায়ন করবেন বলে তার আত্মবিশ্বাস।ইসরাফিল বিশ্বাস ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন; কিন্তু ১ শতাংশ ভোটারদের স্বাক্ষর সঠিক না হওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়। ২০০৯ সালে উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে এবং ২০১৪ সালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। ২০২২ সালে বাঘা পৌর মেয়র পদে নির্বাচন করেন। তিনি ২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আবারো স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন।বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ নম্বর আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৯৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৬০১ জন। এ বিষয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বলেন, কোনো নির্বাচনেই জামানত ফেরত পাননি ইসরাফিল বিশ্বাস। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদে প্রার্থী হচ্ছেন। ইতোমধ্যেই তিনি মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। তার শিক্ষাগত যোগ্যতা ‘স্বাক্ষরজ্ঞান’।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news