বাংলাদেশ সিলেট

সুনামগঞ্জের পাঁচটি আসনে মনোনয়ন ফরম দাখিল করেছেন ৪১ জন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হলেন ড. জয়া ও রতন এমপি

IMG 20231130 125805
print news

সুনামগঞ্জ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে অংশগ্রহণ করার লক্ষ্যে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের শেষ দিন গতকাল বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ৪১ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। গতকাল বিকাল পর্যন্ত জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তবে ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও জমা দেননি৷ কোন কোন প্রার্থী নিজে, আবার কোথায় প্রার্থীর পক্ষে কর্মী-সমর্থকরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। এরমধ্যে দলীয় মনোনয়ন না পাওয়ায় সুনামগঞ্জ-১ আসনে বর্তমান আওয়ামী লীগের বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও সুনামগঞ্জ-২ আসনের বর্তমান এমপি ড. জয়া সেনগুপ্তা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দিয়েছেন। তাদের পক্ষে নেতাকর্মীরা মনোনয়ন ফরম দেন।সুনামগঞ্জ -১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. রনজিত চন্দ্র সরকার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামী লীগের সদস্য সেলিম আহমদ, জাতীয় পার্টির আব্দুল মান্নান, গণফ্রন্ট থেকে মো. জাহানুর রশীদ ও সুপ্রীম পার্টির হারিছ মিয়া, বিকল্প ধারার ডা. রফিক চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের নবাব সালেহ আহমদ, তৃণমূল বিএনপির আশরাফ আলী।সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আল আমিন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান এমপি ড. জয়া সেনগুপ্তা, সাবেক যুগ্ম সচিব মো. মিজানুর রহমান, যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি ড. মো. সামসুল হক চৌধুরী, ঋতেশ রঞ্জন দেব, গণতন্ত্রী পার্টির মিহির রঞ্জন দাস।সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে মনোনয়ন জমা দিয়েছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, তৃণমূল বিএনপির সাবেক এমপি অ্যাড. শাহীনুর পাশা ছৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো. মাহফুজুর রহমান খালেদ, জাতীয় পার্টির তৌফিক আলী, তালুকদার মো. মকবুল হোসেন ও জাকের পার্টির মো. নজরুল ইসলাম। সুনামগঞ্জ -৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে মনোনয়ন জমা দিয়েছেন, জাতীয় পার্টির বর্তমান এমপি অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কবি ড. মোহাম্মদ সাদিক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, জাসদের আবু তাহের মো. রুহুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ দিলোয়ার, বিএনএমের প্রার্থী দেওয়ান শামসুল আবেদীন ও বিএসপির আবুল ফজল মো. মাসউদ।সুনামগঞ্জ – ৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে মনোনয়ন ফরম দিয়েছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি মহিবুর রহমান মানিক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. আশরাফ হোসেন, জাকের পার্টির শেখ ইয়াবকুব আলী, গণফোরামের আইয়ুব করম আলী দু’টি, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবু সালেহ, ন্যাশনাল পিপলস পার্টির আজিজুল হক, জাতীয় পার্টির অ্যাড. মো. নাজমুল হুদা হিমেল, মনির উদ্দিন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট সাচ্চু বিশ্বাস, কৃষক শ্রমিক জনতা লীগের হাজী আব্দুল জলিল।সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন,‘ বৃহস্পতিবার বিকাল পর্যন্ত জেলার ৫ টি সংসদীয় আসনে ৪২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দিয়েছেন।

 

*গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *