খুলনা বাংলাদেশ

বাগেরহাট-৪ আসনে বিএনএম’র প্রার্থী রাজু

bagerhat 1701502693
print news

বাগেরহাট প্রতিনিধি : কৃষক লীগের পদে থেকেও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী হওয়া বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি মো. রেজাউল ইসলাম রাজুকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শনিবার সকালে বাগেরহাট জেলা কৃষক লীগের সভাপতি শেখ আবুল হাসেম শিপন মুঠোফোনে এই তথ্য জানান।সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বিএনএম থেকে বাগেরহাট-৪ আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় ব্যাপক আলোচিত-সমালোচিত হন কৃষক লীগের এই নেতা। রেজাউল ইসলাম রাজু নিজেকে সাংবাদিক এবং বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট ফোরামের মহাসচিব হিসেবেও পরিচয় দেন।এদিকে বৃহস্পতিবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমাদান শেষে সাংবাদিকরা তার কাছে দলের জেলা কমিটির সভাপতি, কেন্দ্রীয় কমিটির মহাসচিবসহ শীর্ষ নেতাদের নাম জানতে চাইলে তিনি বলতে পারেননি। বলতে পারেননি জেলা কার্যালয়ের ঠিকানাও।সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য রেজাউল ইসলাম রাজুকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানিয়ে বাগেরহাট জেলা কৃষক লীগের সভাপতি শেখ আবুল হাসেম শিপন বলেন, সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে কেন্দ্রের সাথেও কথা হয়েছে। তাঁকে বহিষ্কারের বিষয়টি অবহিত করে কেন্দ্রে লিখিতভাবে জানানো হবে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *