বাংলাদেশ রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে রাতে ককটেল বিস্ফোরণ

prothomalo bangla 2023 12 c62644fc d970 480e bbaa d74a36151556 Chapainawabgonj DH0603 20231202 WhatsApp Image 2023 12 02 at 9 43 21 PM
print news

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :  চাঁপাইনবাবগঞ্জের সাবেক পৌর মেয়র এবং ৪৫ চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের এমপি ক্যান্ডিডেট মাওলানা মতিন ও সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েলের বাড়িতে ককটেল বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে  মনোয়ার হোসেন জুয়েল,যমুনা টেলিভিশন ও যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি,এবং সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিনের বাড়িতে,দূর্বৃত্তকারিরা ককটেল হামলার ঘটনা ঘটিয়ে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে দ্রুত মোবাইল ডিউটিতে থাকা এসআই মোঃ আখতারুজ্জামান তার সঙ্গী ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আলামত উদ্ধার করেন। আবদুল মতিন  বলেন, ‘আমাকে নির্বাচন থেকে বিরত রাখার জন্য ভয়ভীতি দেখাতে কেউ এই বিস্ফোরণ করিয়েছে। তখন বিদ্যুৎ ছিল না, আমিও বাড়িতে ছিলাম না।’ তিনি বলেন, এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

পুলিশ সুপার ছাইদুল হাসান সাংবাদিকদের বলেন, বিস্ফোরণটি কিসের, তা পুলিশ তদন্ত করে দেখছে। অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তুটি আসলে কী, তা-ও পরীক্ষা করে দেখা হবে। এ ছাড়া বিএনএমের প্রার্থী আবদুল মতিনসহ সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হবে।

আবদুল মতিন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। দল ত্যাগ করে তিনি বিএনএমে যোগ দিয়ে দলটির সংসদ সদস্য প্রার্থী হয়েছেন। এ ঘটনায় তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম।

 

*গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *