বরিশাল বাংলাদেশ

দৌলতখানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

IMG 20231209 WA0003
print news

ভোলা প্রতিনিধি :  “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার দৌলতখান উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশন, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ উপলক্ষে মানবন্ধন, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শফিকুল মাওলা ফারুক। দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন সোহাগ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মুন্নী ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) সত্যরঞ্জন খাসকেল, বরিশাল বিভাগের সহকারী পরিচালক (দুদক) মোঃ আবুল কালাম হাওলাদার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অশিত রঞ্জন দাস, খায়ের হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মান্নান। সভায় বক্তারা বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দূর্নীতি রোধ করতেই হবে। শুধু আর্থিক অনিয়মই নয়, দায়িত্বে অবহেলাও দুর্নীতি। আমাদের সবাইকে দুর্নীতির বিরদ্ধে সোচ্চার হতে হবে। এসময় উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক (দুদক) জাকির হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান, এলজি ইডি কর্মকর্তা শ্যামল দত্ত গাউন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বশির আহমেদ, অবসরপ্রাপ্ত শিক্ষিকা হাসিনা বেগম, দুপক সদস্য ও সাংবাদিক এম এ আশরাফ, শিক্ষিকা কাজল রেখা, দুপক সদস্য সোহাগ, যুব শক্তি কম্পিউটার এর কর্ণধার রিয়াজুল ইসলাম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা সহ সামাজিক গণ্যমান্য ব্যক্তি প্রমুখ।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *