বরিশাল বাংলাদেশ

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ সাদিক আবদুল্লাহর

untitled 2 1702139154
print news

বরিশাল অফিস : আসন্ন সংসদ নির্বাচনে বরিশাল-৫ (মহানগর-সদর) আসনে নৌকার প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বিরুদ্ধে এবার পাল্টা অভিযোগ করলেন স্বতন্ত্র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রে বাড়ির তথ্য গোপন ও টাকা পাচারের অভিযোগে শনিবার নির্বাচন কমিশনে (ইসি) ওই অভিযোগ করা হয়। জাহিদ ফারুকের প্রার্থিতা বাতিল করারও আবেদন করা হয়েছে। এদিকে সাদিকের ফাঁদে পা না দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তাঁর চাচা সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ। জাহিদ ফারুকের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন করার কথা নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসাইন। তিনি জানান, সাদিক আবদুল্লাহর আইনজীবী ব্যারিষ্টার ইসতাবুল কামাল ইসিতে ওই অভিযোগ ও আপিল করেছেন। অভিযোগে বলা হয়, আমেরিকার ফিলাডেলফিয়ায় গিলবার্ড অ্যাভিনিউ ৩ নম্বর রোডে প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের স্ত্রী লায়লা শামীমের নামে বাড়ি রয়েছে। এছাড়া এনআরবিসি ব্যাংকের মাধ্যমে আমেরিকায় টাকা পাচার করেছেন তিনি। আনোয়ার হোসাইন বলেন, ‘আমরা প্রতিমন্ত্রীর বিষয় ঘাঁটাঘাঁটি করতাম না, তিনি আমাদের প্রার্থী সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাই আমরাও পাল্টা করলাম। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার প্রস্তুতি সভায় সাদিকের চাচা মেয়র আবুল খায়ের আবদুল্লাহ বলেন, ‘আগের মেয়র (সাদিক) ৫ বছর নাগরিক সেবা দিতে পারেননি। তাঁর ব্যর্থতায় বরিশাল উন্নয়ন বরাদ্দ পায়নি। সিটি ও জাতীয় নির্বাচনে তাঁকে দলের মনোনয়ন দেওয়া হয়নি। এখন স্বতন্ত্র প্রার্থী হয়ে মানুষকে বিভ্রান্তি ও প্রলোভন দিচ্ছেন সাদিক। এ ব্যাপারে বরিশালবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান আবুল খায়ের আবদুল্লাহ। নৌকার প্রার্থী প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সভায় উপস্থিত ছিলেন। এর আগে, বৃহস্পতিবার সাদিক আবদুল্লাহর মার্কিন নাগরিকত্ব ও তাঁর স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রে বাড়ি থাকার তথ্য গোপনের অভিযোগ তুলে ইসিতে চিঠি দেওয়া হয়। প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের পক্ষে দেওয়া ওই চিঠিতে সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিলের আবেদন জানানো হয়েছে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *