নাটকের প্রহসন : রোকেয়া মুন্নি


নাটকের প্রহসন
রোকেয়া মুন্নি
বুঝতে পারছো ?
ভেঙে পড়ছে মন জানালার কাচ
তির্যক রোদে পুড়াচ্ছে কেউ
দিচ্ছে কেমন ঘনঘনে আচ।
শুনতে পাওকি ?
বজ্রের গুরুমে ভাঙনের ধ্বনি
গুঁড়িয়ে দিচ্ছে লন্ডভন্ড করছে
তোলা দেহের মজ্জা ধমনী।
বুঝতে পারোকি?
চোখ পড়তেই করুন হাহাকার !
প্রাণোচ্ছল হাসিও উড়ছে ছলছলে
আদর মুখটাও অমাবশ্যার আঁধার ।
দেখতে পাওকি ?
ঠোঁটের কাঁপনে ক্ষীণ কন্ঠস্বর
আঙ্গারের ছাইয়ে হৃদয়ের ক্ষত
সইতে নারে কথার ভর ।
বুঝোকি প্রমত্তা ?
কার পছন্দের রঙেতে ভাঙন
কাতরিয়ে সাজায় নিজ অবয়ব;
সেজানে জীবনটা নাটকের প্রহসন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news