আন্তর্জাতিক সমর্থন থাক বা না থাক, গাজায় যুদ্ধ চলবে: ইসরায়েলি মন্ত্রী


ইত্তেহাদ নিউজ ডেস্ক : আন্তর্জাতিক সমর্থন থাকুক আর নাই থাকুক, গাজায় যুদ্ধ চালিয়ে যেতে চায় ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বুধবার এ কথা বলেছেন। খবর এএফপি ও আনাদুলুর।পশ্চিম জেরুজালেমে সফররত অস্ট্রেলিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী টিম ওয়াটসের সঙ্গে বৈঠকের সময় কোহেন বলেন, গাজায় যুদ্ধবিরতি হামাসের জন্য উপহারের মতো কাজ করবে। ফলে তারা ফিরে যেতে ও ইসরায়েলের বাসিন্দাদের হুমকি দেওয়ার অনুমতি পাবে।’তার মন্ত্রণালয় থেকে জারি করা একটি বিবৃতিতে এ কথা বলা হয়েছে।মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল বিশ্বজুড়ে সমর্থন হারাচ্ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার সরকার শক্তিশালী ও পরিবর্তন করতে হবে।বাইডেন ওয়াশিংটনে একটি প্রচারণা তহবিল সংগ্রহে বলেন, নেতানিয়াহুর সরকার ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে রক্ষণশীল সরকার। এটি দ্বী-রাষ্ট্রীয় সমাধান চায় না।’ইসরায়েল আকাশ ও স্থল পথে গাজা উপত্যকায় বোমাবর্ষণ করেছে, অবরোধ দিয়েছে ও ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের প্রতিশোধ হিসেবে সামরিক অভিযান চালিয়েছে।গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, তখন থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৮ হাজার ৬০৮ ফিলিস্তিনি নিহত ও ৫০ হাজার ৫৯৪ জন আহত হয়েছে।সরকারি পরিসংখ্যান অনুসারে, হামাসের হামলায় ইসরায়েলি নিহতের সংখ্যা ১ হাজার ২০০ জন আর জিম্মি রয়েছে ১৩৯ জন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news