পাথরঘাটায় এনজিও সংগ্রামের উদ্যোগে প্রবীণদের মাঝে কম্বল বিতরণ


মোঃ জিয়াউল ইসলাম,পাথরঘাটা : বরগুনার পাথরঘাটায় বেসরকারি প্রতিষ্ঠান এনজিও সংগ্রামের উদ্যোগে বিনামূল্যে সূর্যমুখী বীজ বিতরণ ও শীতার্ত প্রবীণদের মাঝে কম্বল ও চাষীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ। ১৩ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার স্থানীয় সংস্থা সংগ্রামের মাধ্যমে পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে অর্থ সহায়তা প্রদান, উপকরণ বিতরণ এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পাথরঘাটা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খানের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, সংগ্রামের প্রতিষ্ঠাতা চৌধুরী মোহাম্মদ মাসুম, পাথরঘাটা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মাদ জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাতেমা পারভীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মোহাম্মদ তারিকুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তার প্রতিনিধি শ্যামল কৃষ্ণ হাওলাদার।
অনুষ্ঠানের মাধ্যমে ১০০ জন পেঁয়াজ চাষী, ১০০ জন বেবি তরমুজ চাষী, ১০০ জন সর্জন পদ্ধতিতে চাষী, ৫০ জন উচ্চ মূল্য মানের সবজি চাষীকে পাঁচ হাজার টাকা করে ১৭ লক্ষ ৫০ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়। ২৫০ জন সূর্যমুখী চাষীকে ৫০০ গ্রাম করে হাইসান ৩৬ জাতের সূর্যমুখী বীজ বিতরণ করা হয়। ৭৫ জন প্রবীণ ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয় এবং সংগ্রামের স্বাস্থ্য বিভাগের ১৯ জন কর্মরত কর্মীর মাঝে বিভিন্ন ধরনের উপকরণ প্রদান করা হয়।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news