চট্টগ্রাম বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা

unnamed 1
print news

মো খোকন, ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে দেশব্যাপী প্রশাসনিক রদবদলের নিয়মিত অংশ হিসেবে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলমের বিদায়ী জনিত সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অফিসার্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. শাহগীর আলম। এসময় বক্তব্য দেন পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশিক হাসান উল্লাহ, বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ.এস.এম শফিকুল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদফতর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সুশান্ত সাহা, সড়ক ও জনপথ ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক মীর নিজাম উদ্দিন প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, ব্রাহ্মণবাড়িয়া একটি সমৃদ্ধ জেলা। সকলের সহযোগিতা নিয়ে আমি সততার সঙ্গে এখানে কাজ করেছি। যিনি নতুন জেলা প্রশাসক হিসেবে আসবেন, আপনারা আমাকে যেমন সহযোগিতা করেছেন তাকেও তেমনভাবে সহযোগিতা করবেন। চাকরি জীবনে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ভালোবাসা কোনদিন ভুলব না।

জেলা প্রশাসক বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় কাজ করতে গিয়ে আমার তৃপ্তির জায়গা আছে। আমি ব্রাহ্মণবাড়িয়ায় আশ্রয়ণ প্রকল্প নিয়ে কাজ করেছি, করোনার ভ্যাকসিন নিয়ে কাজ করেছি। ব্রাহ্মণবাড়িয়া এখন ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা। ভ্যাকসিন টিকায় ব্রাহ্মণবাড়িয়া দেশের ৬৪ জেলার মধ্যে ২ নম্বরে আছে। মো. শাহগীর আলম বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় অনেক চ্যালেঞ্জিং কাজ বাস্তবায়ন করেছি। আমরা একটি টিম ব্রাহ্মণবাড়িয়া নিয়ে কাজ করেছি। এই কৃতিত্ব আমার নয়, এই কৃতিত্ব আমার সঙ্গে যারা কাজ করেছেন তাদের সবার। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় কাজ করতে গিয়ে সকল মহলের সহযোগিতা পেয়েছি। তাই ব্রাহ্মণবাড়িয়াবাসীকে ধন্যবাদ জানাই। সংবর্ধনা অনুষ্ঠানে সরকারি, বেসরকারি বিভিন্ন দফতরের শীর্ষ কর্মকর্তারা, জেলার সকল উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রবৃন্দ, বীর মুক্তিযোদ্ধারা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা, জনপ্রতিনিসহ পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জেলা প্রশাসক মো. শাহগীর আলমকে গত ১০ ডিসেম্বর প্রত্যাহার করে নির্বাচন কমিশন সচিবালয়। তাকে বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *