রাজনীতি

ধর্ম প্রতিমন্ত্রীর অস্থাবর সম্পদ বেড়ে ৮৬ গুণ, স্ত্রীর ১৪ গুণ

98c81f75c7fad1c1fbc0d57aa45fbd0e 657c402d9e7be
print news

জামালপুর প্রতিনিধি : জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের স্ত্রী লাখ থেকে কোটিপতি হয়েছেন। নবম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় প্রতিমন্ত্রীর স্ত্রীর অস্থাবর-স্থাবর সম্পদ ছিল ১৮ লাখ ৫১ হাজার ৬০০ টাকা। ১৫ বছরের ব্যবধানে সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার ৩৯৬ টাকায়। এতে তার স্ত্রীর সম্পদ বেড়েছে প্রায় সাড়ে ১৪গুণ। এই ১৫ বছরে তিনি কোটিপতি হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। এদিকে ২০০৮ সালের হলফনামায় প্রতিমন্ত্রীর আয় ছিল ২ লাখ ৫ হাজার ৪২৭ টাকা। যা কৃষিখাত ও ব্যবসা থেকে আসতো বলে জানান তিনি। এবছরের হলফনামায় সেই আয় গিয়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৭১ হাজার ৬৩৮ টাকা। অর্থাৎ ১৫ বছরের ব্যবধানে প্রতিমন্ত্রীর আয় বেড়েছে ৩২ গুণ। হলফনামা সূত্রে জানা গেছে, ২০০৮ সালে ধর্ম প্রতিমন্ত্রীর হলফনামায় দাখিল করা অস্থাবর-স্থাবর সম্পদ ছিল ১০ লাখ ৪০ হাজার ১৬৪ টাকা। সেই অস্থাবর-স্থাবর সম্পদ ২০১৪ সালে গিয়ে দাঁড়ায় ৬৫ লাখ ৬৭ হাজার ৪৬১ টাকা। এর মধ্যে অস্থাবর সম্পদ ৩৯ লাখ ৭৬ হাজার ৪৬১টাকা এবং স্থাবর সম্পদ ২৫ লাখ ৯১ লাখ টাকা। তবে এবারের হলফনামায় অস্থাবর সম্পদ দেখানো হয়েছে ৪ কোটি ৭১ লাখ ৫১ হাজার ৫১২ টাকা। অর্থাৎ তার অস্থাবর সম্পদ বেড়েছে ৮৬ গুণ। ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২০ সালের ২৪ নভেম্বর থেকে তিনি ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *