আমির হোসেন আমুর অর্থ ও সম্পদ বেড়েছে কয়েক গুণ


ঝালকাঠি প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে আওয়ামী লীগ মনোনীত হেভিওয়েট প্রার্থী আমির হোসেন আমুর (এমপি) অর্থ ও সম্পদ কয়েক গুণ বেড়েছে। একাদশ সংসদ নির্বাচনের হলফনামায় তার নগদ টাকার পরিমাণ ছিল পাঁচ লাখ টাকা। সেখান থেকে পাঁচ বছরে তার নগদ টাকা বেড়ে হয়েছে দুই কোটি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমা রয়েছে আট কোটি টাকা, যা গত বছর আগে ছিল দুই কোটি ৮৭ লাখ ৪৫ হাজার ৬৩ টাকা। রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্রের সাথে জমা দেয়া তার হলফনামা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামা সূত্রে জানা যায়, আমির হোসেন আমুর কৃষি জমি, বাড়ি, দোকান, চাকরি ও অন্যান্য উৎস থেকে বার্ষিক আয় ৬০ লাখ ৩০ হাজার ৬০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার নামে জমা করা টাকার পরিমাণ ৮ কোটি। এ ছাড়াও বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র, শেয়ার ও স্থায়ী আমানত ২৩ লাখ ৭০ হাজার ২৩৫ টাকা। তার বাস, ট্রাক, মোটরগাড়ি ও মোটরসাইকেলের মূল্য ৭৫ লাখ টাকা। এ ছাড়াও আসবাবপত্রসহ অন্যান্য খাতে আরো ১৩ কোটি ৪৯ লাখ তিন হাজার ৮৩৮ টাকার সম্পদ আছে বলে হলফ নামায় উল্লেখ করা হয়। তার আবাসিক ভবন রয়েছে পাঁচটি। এর মধ্যে তিনটির মূল্য ছয় কোটি ৪৪ লাখ টাকা। বাকি দু’টির মূল্য অজানা লেখা হয়েছে।
২০১৮ সালে নির্বাচনের হলফনামার তথ্য অনুযায়ী তার কৃষি খাতে তিন লাখ ৩৫ হাজার টাকা, বাড়ি, অ্যাপার্টমেন্ট ও দোকান ভাড়া এক লাখ ৮ হাজার, নগদ টাকা পাঁচ লাখ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা দুই কোটি ৮৭ লাখ ৪৫ হাজার ৬৩ টাকা, বাস, ট্রাক, মোটরগাড়ি ও মোটরসাইকেল পাঁচ লাখ, স্বর্ণ এক লাখ, ইলেকট্রনিক সামগ্রী দুই লাখ ৫০ হাজার। ওই সময়ে তার আবাসিক ভবন ছিল দু’টি, যার মূল্য ৯৪ লাখ টাকা। আমির হোসেন আমুর বিরুদ্ধে মামলা ছিল ১২টি। সব মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news