কিশোরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা


লাতিফুল আজম,কিশোরগঞ্জ(নীলফামারী) : মহান বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপি কিশোরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সুর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবস কর্মসূচি পালনের সূচনা করা হয়। সকাল ১১ ঘটিকায় বিএনপির কার্যালয় থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন। স্বাধীনতার স্মৃতিস্তম্ভের পাদদেশে কিশোরগঞ্জ উপজেলা শাখা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম এর নেতৃত্বে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক টিপু, সদস্য সচিব আব্দুস সালাম, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জোবায়েদ ইবনে রুবেল, সদস্য সচিব সোহেল রানা রাসেল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আলম বাবু,সদস্য সচিব দেবাশীষ বিশ্বাস, নিতাই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক একে এন তাজুল ইসলাম তার বক্তব্যে বলেন, ৩০ লাখ শহীদের প্রাণ আর ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। যে সকল বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি আজকের এই দিনে তাদের রুহের মাগফেরাত কামনা করেছি ।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়