শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত

1702734331585
print news

চবি প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৫ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয় স্বাধীনতা স্মারক ভাস্কর্য, শহীদ মিনার, স্মৃতি সৌধ, স্মরণ চত্বর এবং বিভিন্ন হলসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত করা হয়। ১৫ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিটে বিজয় দিবসের সূচনালগ্নে বিউগল বাজিয়ে বিজয় দিবসকে স্বাগত জানানো হয়। অতপর পরিবেশিত হয় জাতীয় সংগীত। এরপর ১৬ ডিসেম্বর সকাল ১০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্বাধীনতা স্মারক ভাস্কর্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।

পুস্পস্তবক অর্পণ শেষে  উপাচার্যের নেতৃত্বে অনুষ্ঠিত হয় বিজয় র‌্যালি। র‌্যালি শেষে চবি বঙ্গবন্ধু চত্বরে  উপাচার্য ও উপ-উপাচার্য (একাডেমিক) বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সাথে নিয়ে মহাকালের মহানায়ক স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। অতঃপর চবি জারুল তলায় অনুষ্ঠিত হয় মহান বিজয় দিবসের আলোচনা সভা। জাতীয় সংগীতের মাধ্যমে আলোচনা সভা সূচিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার।

আলোচনা সভায়  উপাচার্য তাঁর ভাষণে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি রাজনীতির মহাকবি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জেল হত্যাকা-ে নিহত শহীদ জাতীয় চারনেতা, মহান মুক্তিযুদ্ধে শাহাদৎ বরণকারী ত্রিশলক্ষ শহীদ ও ১৯৭৫ এ নির্মমভাবে শহীদ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যবর্গের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মহান মুক্তিযুদ্ধে নির্যাতিত দু’লক্ষেরও বেশি জায়া-জননী-কন্যার প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করেন। তিনি শহীদ জননী জাহানারা ইমাম এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় শহীদ আইভি রহমানসহ অন্য শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। উপাচার্য বলেন, “বিজয়ের এদিন সশস্ত্র পাকিস্তানি হায়েনাদার বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পনের দিন, দীর্ঘ নয় মাস লড়াই-সংগ্রাম করে বিজয় ছিনিয়ে আনার দিন। তাই এ বিজয় অত্যন্ত আনন্দের ও গৌরবের। বিশ্বের ইতিহাসে এক বিরল ঘটনার মধ্যদিয়ে অর্জিত হয়েছে বাঙালির স্বাধীনতা, সম্মান ও একটি লাল-সবুজের পতাকা। জাতির পিতার সম্মোহনী নেতৃত্বে স্বাধীনতাকামী মেহনতী মানুষের রক্তে রঞ্জিত বাংলাদেশের স্বাধীনতার প্রতীক লাল-সবুজের পতাকাকে উড্ডীয়মান রাখতে বঙ্গবন্ধু কন্যা  প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন”।  উপাচার্য আরও বলেন, “ স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে আমাদের অর্জন অনেক। চতুর্থ শিল্প বিপ্লবের এযুগে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে এ জাতি। বর্তমানে নারীর ক্ষমতায়নসহ দেশের উন্নয়ন-অগ্রগতিতে নারীদের রয়েছে উল্লেখযোগ্য সাফল্য”। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে এধারা অব্যহত রেখে সরকারের ধারাবাহিকতা রক্ষা এবং ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য মাননীয় উপাচার্য সকলকে আহবান জানান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি সিনেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন, চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম, চবি শিক্ষক সমিতির কার্যকরী সদস্য প্রফেসর ড. মোঃ দানেশ মিয়া, শামসুন নাহার হলের প্রভোষ্ট প্রফেসর ড. রকিবা নবী, চবি জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সভাপতি প্রফেসর ড. নাজনীন নাহার ইসলাম, চবি অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার জাবেদ, চ.বি. ক্লাব (ক্যাম্পাস) এর সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, চ.বি. ক্লাব (শহর) এর সাধারণ সম্পাদক ড. মোঃ মোরশেদুল আলম এবং চ.বি. সাংবাদিক সমিতির সভাপতি জনাব মাহবুব এ রহমান।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপাচার্য ও উপ-উপাচার্য (একাডেমিক) এর পর চবি স্বাধীনতা স্মারক ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ ও আবাসিক শিক্ষকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, বিভিন্ন বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণাকেন্দ্রের পরিচালকবৃন্দ, চবি হলুদ দলের নেতৃবৃন্দ, অফিসার সমিতির নেতৃবৃন্দ, চবি ক্লাব (ক্যাম্পাস), চবি মহিলা সংসদ, সমন্বয় কর্মকর্তা বিএনসিসি, চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, চবি কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিক সমিতি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসমূহ।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন, পবিত্র গীতা থেকে পাঠ করেন চবি রসায়ন বিভাগের প্রফেসর ড. তাপসী ঘোষ রায়, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন চবি পালি বিভাগের সহকারী অধ্যাপক অরূপ বড়ুয়া এবং পবিত্র বাইবেল থেকে পাঠ করেন চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক জেসী ডেইজী মারাক।

আলোচনা সভা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল, হকি ও ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন এবং হ্যান্ডবল, সাঁতার ও টেবিল টেনিস এ রানার আপ অর্জনকারীদের মাঝে মাননীয় উপাচার্য ক্রেস্ট প্রদান করেন। সবশেষে চবি সংগীত বিভাগ, নাট্যকলা বিভাগ, স্টোন ব্যান্ড এবং সিংগার প্রিয়াংকার পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ১৬ ডিসেম্বর ফজরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত এবং দুপুর ১২:০০ টায় চবি কেন্দ্রিয় মন্দিরে গীতাপাঠ ও বীর শহীদদের আত্মার চিরশান্তি ও দেশের অব্যাহত উন্নয়ন-অগ্রগতি কামনায় বিশেষ প্রার্থনা এবং অন্যান্য ধর্মাবলম্বীদের স্ব স্ব উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানমালায় চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, চবি অনুষদসমূহের ডিনবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, হলের প্রভোস্টবৃন্দ ও আবাসিক শিক্ষকবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, ছাত্র-ছাত্রী নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতির নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, চবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *